কোন আদেশ  বা নিষেধের  পর বক্তা তার একটা প্রতি উত্তর কামনা করে। অর্থাৎ সেই আদেশ নিশেষ পালনের ফল। এরকম ক্ষেত্রে সেই আদেশকে الطَّلَبُ ও তার প্রতিউত্তরকেجَوَابُ الْطَّلَبِ   বলা হয়

 

অর্থ

جَوَابُ الْطَّلَبِ

الطَّلَبُ

সেটা পুনরায় পড় বুঝতে পারবে

تَفْهَمْهُ

اِقْرَأْهُ مَرَّةً أُخْرَى

অলস হয়ো না পাস করবে।

تَنْجَحْ

لَا تَكْسَلْ

 

“নতুবা” অর্থে جَوَابُ الْطَّلَبِ এর পূর্বে   وَإلَّا ব্যবহৃত হয়।

পাঠে পরিশ্রম কর নতুবা ফেল করবে

اِجْتَهِدْ فِي الدِّرَاسَةِ وَإلَّا تَرْسُبْ 

আমি যা আদেশ করি তা কর নতুবা ব্যর্থ হবে

اِفْعَلْ مَا آمُرُكَ بِهِ وَإلَّا تَفْشَلْ

সেটা পুনরায় পড় নতুবা ভুলে যাবে

اِقْرَأْهُ مَرَّةً أُخْرَى وَإلَّا تَنْسَ

 

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons