اَلْحَالُ হল এমন ইসম যা কর্তা, কর্ম, মুবতাদা, খবর ইত্যাদির অবস্থা বর্ননা করে। হাল মানসুব ও অনির্দিষ্ট। যেমনঃ جَاءَ بِلاَلٌ رَاكِبًا এখানে رَاكِبًا হল اَلحَالُ এবং بِلاَلٌ হল “ সাহিব আল হাল” অর্থাৎ যার অবস্থা বর্ণনা করা হয়েছে। সাহিব আল হাল সাধারণত নির্দিষ্ট হয় কিন্তু তা মুদাফ বা মানুত হলে অনির্দিষ্ট হতে পারে।
লোকটি আমার সাথে হেসে কথা বলল |
كَلَّمَنِي الرَّجُلُ بَاسِمًا |
কর্তার হাল |
আযান পরিষ্কারভাবে শোনা যায় |
يُسْمَعُ الْاَذَانُ وَاضِحًا |
নায়িব আল ফায়িলের হাল |
আমি মুরগিটি জবাই করা অবস্থায় কিনেছি |
اِشْتَرَيْتُ الدَّجَاجَةَ مَذْبُوْحَةً |
কর্মের হাল |
বাচ্চাটি রুমে ঘুমন্ত আছে |
اَلطِّفْلُ فِى الْغُرْفَةِ نَائِمًا |
মুবতাদার হাল |
এই নতুন চাঁদটি উদিত হচ্ছে |
هٰذَا الْهِلاَلُ طَالِعًا |
খবরের হাল |
اَلحَالُ কয়েকভাবে হতে পারে। যেমনঃ
এক শব্দের হাল |
|
বেলাল আরোহী অবস্থায় এসেছিল |
جَاءَ بِلاَلٌ رَاكِبًا |
বাচ্চাটি কান্নারত অবস্থায় আমার কাছে আসল |
جَاءَتْنِي الطِّفْلَةُ بَاكِيَةً |
আমি গোস্ত ঝলসানো পছন্দ করি |
أُحِبُّ اللَّحْمَ مَشْوِيًّا |
পানি স্বচ্ছ অবস্থায় প্রবাহিত হয়েছে |
جَرَى الْمَاءُ صَافِيًا |
পানি ঘোলা অবস্থায় পান করো না |
لَا تَشْرَبِ الْمَاءَ كَدِيْرًا |
শব্দগুচ্ছের হাল |
|
আমি বক্তাকে মঞ্চের উপর দেখেছি |
أَبْصَرْتُ الخَطِيْبَ فَوْقَ الْمِنْبَرِ |
চাঁদ মেঘের মধ্যে উদিত হয়েছে |
طَلَعَ البَدْرُ بَينَ السَّحَابِ |
আমি গাছে থাকা অবস্থায় ফল বিক্রি করেছি |
بِعْتُ الثَّمَرَ عَلَى شَجَرَةٍ |
পাখিটি কষ্ট পেয়েছে খাঁচার ভেতর |
تَأَلَّمَ الطَّائِرُ فِي القَفَصِ |
বাক্যের হাল |
|
আমি ছোট অবস্থায় কুরআন মুখস্ত করেছিলাম |
حَفِظْتُ الْقُرْآنَ وَ أَنَا صَغِيْرٌ |
আহত ব্যক্তি রক্ত ঝরা অবস্থায় এসেছিল |
جَاءَ الْجَرِيْحُ وَدَمُهُ يَتَدَفَّقُ |
বোনেরা হাসতে হাসতে এসেছিল |
جَاءَتِ الْاَخَوَاتُ يَضْحَكْنَ |
আমি মক্কায় প্রবেশ করলাম যখন সূর্য ডুবছিল |
دَخَلْتُ مَكَّةَ وَ الشَّمْسُ تَغْرُبُ |
ছাত্ররা ফিরে এসেছিল ক্লান্ত অবস্থায় |
رَجَعَ الطُّلاَّبُ وَ هُمْ مُتْعَبُوْنَ |
তোমরা যখন নেশাগ্রস্ত থাক, তখন নামাযের ধারে-কাছেও যেওনা |
لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنتُمْ سُكَارَىٰ |
اَلْحَالُ الْجُمْلَةُ বা “বাক্যের হাল” একটা শব্দ দ্বারা মুলবাক্যের সাথে যুক্ত হয় যাকে اَلرَّابِطُ বলে। এটা হয় ضَمِيْرٌবা و অথবা দুটিই। তবে বাক্যটি ক্রিয়া প্রধান হলে و আসবে না। যেমন,
অতঃপর শহরের প্রান্তভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এল |
وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ رَجُلٌ يَسْعَىٰ |
حَالٌ সাধারণত اِسْمٌ مُشْتَقٌ হয়।
কোর্স বিষয়বস্তু