মুদারিকে মানসুব করে এমন কিছু অব্যয়ের ব্যবহার নিচে দেখানো হলো।

আমি আগামিকাল রিয়াদ যাবনা

لَنْ أَذْهَبَ إِلَى الرِّيَاضِ غَدًا

না অর্থে

لَنْ

তোমরা যা কর না, তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক।

كَبُرَ مَقْتًا عِندَ اللَّهِ أَن تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ

যে

أَنْ

যাতে তোমরা সীমালংঘন না কর তুলাদন্ডে।

أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ

যেন নয়

أَلَّا (اَنْ+لَا)

যাতে আমরা বেশী করে আপনার পবিত্রতা মহিমা ঘোষনা করতে পারি।

كَيْ نُسَبِّحَكَ كَثِيرًا

যাতে

كَيْ

যাতে সে জানার পর জ্ঞাত বিষয় সম্পর্কে সজ্ঞান না থাকে

لِكَيْلَا يَعْلَمَ مِن بَعْدِ عِلْمٍ شَيْئًا

যাতে নয়

كَيْلَا

কস্মিনকালেও কল্যাণ লাভ করতে পারবে না, যদি তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা ব্যয় না কর।

لَن تَنَالُوا الْبِرَّ حَتَّىٰ تُنفِقُوا مِمَّا تُحِبُّونَ

যতক্ষণ পর্যন্ত

حَتَّى

আরও আদিষ্ট হয়েছি, সর্ব প্রথম নির্দেশ পালনকারী হওয়ার জন্যে।

وَأُمِرْتُ لِأَنْ أَكُونَ أَوَّلَ الْمُسْلِمِينَ

এ জন্য যে

لِأَنْ

আমি বের হতে চাই

أُرِيْدُ لِأَخْرُجَ

জন্য

لِ

তাহলে তিনি তার জন্যে তা বহুগুণে বৃদ্ধি করবেন

فَيُضَاعِفَهُ لَهُ

কারন বোঝাতে

فَ

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons