ذُوْ  অর্থ “অধিকারী/বিশিষ্ট/ওয়ালা”এটা খবর বা নাত হিসেবে ব্যবহৃত হয়। ذُوْ  হল মুদাফ সুতরাং এর পরবর্তী ইসমটি হবে মুদাফ ইলাইহি।

 

অর্থ

উদাহরণ

ذُوْ  এর অবস্থা

বেলাল জ্ঞানের অধিকারী

بِلَالٌ ذُوْ عِلْمٍ

خَبَرٌ

এই ছাত্রটি চরিত্রবান

هٰذَا الطَّالِبُ ذُوْ خُلُقٍ

خَبَرٌ

মিনার সহ মসজিদটি বড়

الْمَسْجِدُ ذُو الْمَنَارَةِ كَبِيْرٌ

نَعْتٌ

আমাদের মহল্লায় মিনারসহ একটি মসজিদ আছে

فِيْ حَيِّنَا مَسْجِدٌ ذُوْ مَنَارَةٍ

نَعْتٌ

আল্লাহ সমগ্র বিশ্বের উপর নিয়ামত পূর্ণ

اللَّـهُ ذُو فَضْلٍ عَلَى الْعَالَمِينَ

خَبَرٌ

আমি দাড়ি ওয়ালা লোকটিকে চিনি

أعْرِفُ الرَّجُلَ ذَا اللِّحْيَةِ

نَعْتٌ

 

লক্ষ্যণীয়ঃ  ذُوْ যখন নির্দিষ্ট   اِسْمٌ এর  نَعْتٌ হিসেবে আসে তখন মুদফ ইলাহীতে الْ  যোগ হয় এটা এ কারনে যে, মুদফ হওয়ার দরুন  ذُوْ এর সাথে  الْ হতে পারেনা।  

 

যেমন  الْمَسْجِدُ ذُوْ الْمَنَارَةِ كَبِيْرٌ বাক্যে  الْمَسْجِدُ নির্দিষ্ট হওয়াতে মুদাফ ইলাইহি الْ  বিশিষ্ট হয়েছে  الْمَنَارَةِ

 

একজন দাড়ি ওয়ালা লোক

رَجُلٌ ذُوْ لِحْيَةٍ

দাড়ি ওয়ালা লোকটি

الرَّجُلُ ذُوْ اللِّحْيَةِ

এই দাড়ি ওয়ালা লোকটি

هٰذَا الرَّجُلُ ذُوْ اللِّحْيَةِ

এই লোকটি দাড়ি ওয়ালা

هٰذَا الرَّجُلُ ذُوْ لِحْيَةٍ

 

ذُوْ  এর রুপ তার দ্বারা নির্দেশিত ইসমটির বচন, লিঙ্গ ও বিভক্তি অনুযায়ী পরিবর্তিত হয়

বহুবচন

একবচন

 

 

الطُّلَّابُ ذَوُوْ الْعِلْمِ ذَهَبُوْا أَمْسِ

الطَّالِبُ ذُوْ خُلُقٍ

মারফু

 

 

 

 

পুরুষ

জ্ঞানী ছাত্ররা গতকাল গিয়েছিল

ছাত্রটি চরিত্রবান

 

رَأَيْتُ الطُّلَّابَ ذَوِيْ العِلْمِ

أعْرِفُ الطَّالِبَ ذَا النَّظَّارَةِ

মানসুব

জ্ঞানী ছাত্রদেরকে দেখেছিলাম

চশমা পড়া ছাত্রটিকে আমি চিনি

 

ذَهَبْتُ مَعَ طُّلَّابٍ ذَوِيْ خُلُقٍ

ذَهَبْتُ إِلَى رَجُلٍ ذِيْ مَالٍ

মাজরুর

চরিত্রবান ছাত্রদের সাথে গিয়েছিলাম

সম্পদশালী এক লোকের কাছে গিয়েছিলাম

 

 

هَؤُلاَءِ الطَّالِبَاتُ ذَوَاتُ عِلْمٍ

الطَّالِبَةُ ذَاتُ خُلُقٍ

মারফু

 

 

 

 

স্ত্রী

 

এই ছাত্রীগন জ্ঞানী

ছাত্রটি চরিত্রবান

 

أعْرِفُ طَالِبَاتٍ ذَوَاتَ خُلُقٍ

أعْرِفُ طَالِبَةً ذَاتَ خُلُقٍ

মানসুব

আমি চরিত্রবান ছাত্রীদেরকে চিনি

আমি একজন চরিত্রবান ছাত্রীকে চিনি

 

 ذَهَبْتُ مَعَ طَالِبَاتٍ ذَوَاتِ خُلُقٍ

ذَهَبْتُ مَعَ الطَّالِبَةِ ذَاتِ العِلْمِ

মাজরুর

চরিত্রবান ছাত্রীদের সাথে গিয়েছিলাম

জ্ঞানী ছাত্রীটির সাথে গিয়েছিলাম

 

 

 

কুরআনীয় উদাহরণ

এতে আছে ফলমূল এবং বহিরাবরণবিশিষ্ট খর্জুর বৃক্ষ

فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ

দীর্ঘ স্তম্ভ সম্পন্ন ইরাম গোত্র

إِرَمَ ذَاتِ الْعِمَادِ

শপথ চক্রশীল আকাশের

وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ

সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে

سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ

অতঃপর তা দ্বারা আমি মনোরম বাগান সৃষ্টি করেছি

فَأَنبَتْنَا بِهِ حَدَائِقَ ذَاتَ بَهْجَةٍ

 

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons