শব্দের শুরুতে ও মধ্যে আলিফ সর্বদা ا রুপেই বসে। তবে শেষে বসার ক্ষেত্রে ইসম, ফেল ও হারফের নিজ নিজ নিয়ম আছে।  মনে রাখতে হবে যে শব্দের শেষের প্রকাশ্য আলিফ মূলত و কিংবা ي

ইসমের ক্ষেত্রেঃ

মাবনী

মু’রাব

 

তিন অক্ষরের ইসম

তিনোর্ধ অক্ষরের ইসম

মাবনী ইসমের ক্ষেত্রে    أَلى ، أَنَّى ، مَتَى ، لَدَى، أُوْلَى এই পাঁচটি ছাড়া সকল ক্ষেত্রে ا  লেখা হয়। যেমনঃ أَنَا، هٰذَا 

و থেকে উদ্ভূত হলে ا যেমনঃ عصَا

এবং ي থেকে উদ্ভূত হলে ى যেমনঃ هُدًى

 

১) জাতিবাচক নামের শেষে আলিফের পুর্বে ي হলে ا হবে যেমনঃ دُنْيَا   আর আলিফের পুর্বে ي না হলে ى হবে। যেমনঃ مُشْتَشْفَىতবে নামবাচক বিশেষ্যে আলিফের পুর্বে ي হলেও ى হবে। যেমনঃ يَحْيَى

২) অনারব নামে সর্বদা ا   হবে যেমনঃ فَرَنْسَا ، أَمْرِيْكَا   তবে مُوْسَى  عِيْسَى،  كَسْرَى ইত্যাদি ব্যতিক্রম।

 

ফে’লের ক্ষেত্রে

তিন অক্ষরের ফে’ল

তিনোর্ধ অক্ষরের ফে’ল

আলিফটি و  থেকে উদ্ভূত হলে ا  আর ي থেকে উদ্ভূত হলে ى  যেমনঃ دَعَا   عَفَا،  مَشَى    

মনে রাখার জন্য, শব্দের মধ্যে و বা ء থাকলে শেষেى  হয়  যেমনঃ جَوَى، وَقَى، شَأَى، بَأَى

তিনোর্ধ অক্ষরের ক্ষেত্রে শেষ আলিফের পুর্বে ي হলে ا হবে যেমনঃ أَحْيَا   আর না হলে ى হবে। যেমনঃ اِنْتَهَى

 

 

হারফের ক্ষেত্রে

إلَى، عَلَى، حَتَّى، بَلَى এই চারটি ব্যতিত সকল হারফে ا  হবে। যেমনঃ لَا، أَلَّا، كَلَّا، عَدَا

 

আলিফ মাকসুরা ى এর পরে মানসুব বা মাজরুর অবস্থায়  ضَمِيْرٌ আসলে তা  ‘ اহয়ে যায়

আমি তার অর্থ জানি না

لَا أَدْرِي مَعْنَاهُ

مَعْنَى + هُ  = مَعْنَاهُ

সে সেটা ইস্ত্রী করল

كَوَاهُ

كَوَى + هُ   = كَوَاهُ

বুখারি তা বর্ণনা করল

رَوَاهُ الْبُخَارِي

رَوَى + هُ  = رَوَاهُ

 

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons