আমরা যদি বলি  এই সেই লোক  তাহলে আরবিতে তা হবে   هَذَا هُوَ الرَّجُلُ

 

এরাই সেই অপরাধীরা

هَؤُلَاءِ هُمُ الْمُجْرِمُوْنَ

এই সেই গাড়িটি

هَذِهِ هِيَ السَّيَّارَةُ

খেলোয়াড়টি হল হামিদ

حَامِدٌ هُوَ الَّاعِبُ

এবং তারাই যারা সফলকাম

وَ أُولَئِكَ هُمُ الْمُفْلِحُوْنَ

ওটাই হল বিরাট সফলতা

ذٰلِكَ هُوَ الْفَوْزُ العَظِيْمِ

কে প্রকাশ্য পথ-ভ্রষ্টতায় আছে।

مَنْ هُوَ فِي ضَلَالٍ مُّبِيْنٍ

তারাই কাফের পাপিষ্ঠের দল

أُولَٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ

তারাই সত্যনিষ্ঠ

أُولَٰئِكَ هُمُ الصَّادِقُوْنَ

 

কিছু ব্যতিক্রমও আছে। যেমনঃ

সেই কিতাব যাতে কোন সন্দেহ নাই

ذٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيْهِ

ওটা বিরাট সফলতা

ذٰلِكَ الفَوْزُ الْعَظِيْمُ

 

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons