প্রশ্নবোধক  مَا এর পূর্বে  حَرْفُ جَرٍّ থাকলে  مَا এর আলিফ উঠে যায়

عَنْ + مَا = عَمَّ

مِنْ + مَا =  مِمَّ

لِ + مَا = لِمَ

بِ + مَا =  بِمَ

কোন ব্যাপারে?

কি হতে?

কি জন্য, কেন?

কি দ্বারা?

 

প্রশ্নবোধক বাক্য

বিবৃতি মূলক বাক্য

بِمَ ضَرَبْتَهُ؟

وَاللَّـهُ بَصِيرٌ‌ بِمَا يَعْمَلُونَ

কি দ্বারা তাকে মেরেছিলে?

এবং তোমরা যা করছ  আল্লাহ তার দর্শক

لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ؟

فَهَدَى اللَّهُ الَّذِينَ آمَنُوا لِمَا اخْتَلَفُوا فِيهِ

যা করনা তা বল কেন?

অতঃপর আল্লাহ মুমিনদের পথ দেখিয়েছেন সেই সত্য বিষয়ে,

مِمَّ تُنْفِقُوْنَ؟

وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ

কি হতে তোমরা ব্যয় কর?

এবং আমি তাদেরকে যে রুযী দিয়েছি তা থেকে ব্যয় করে।

عَمَّ يَتَسَاءَلُونَ؟

وَمَا اللَّـهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ

তারা কোন ব্যাপারে জিজ্ঞাসা করছে ?

এবং আল্লাহ তোমরা যা কর তা সম্পর্কে অনবহিত নন।

 

কুরআনীয় উদাহরণঃ 

তারা বলল, তবে কি তুমিই ইউসুফ!

قَالُوا أَإِنَّكَ لَأَنتَ يُوسُفُ

তোমরা কি সাক্ষ্য দাও যে, আল্লাহর সাথে অন্যান্য উপাস্যও রয়েছে ?

أَئنَّكُمْ لَتَشْهَدُونَ أَنَّ مَعَ اللَّهِ آلِهَةً أُخْرَىٰ

আপনি জিজ্ঞেস করুনঃ সর্ববৃহৎ সাক্ষ্যদাতা কে ?

قُلْ أَيُّ شَيْءٍ أَكْبَرُ شَهَادَةً

তোমাদের কি এই ধারণা যে, তোমরা জান্নাতে চলে যাবে,

أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ

হে মূসা, তোমার ডানহাতে ওটা কি?

وَمَا تِلْكَ بِيَمِينِكَ يَا مُوسَىٰ

তোমার কাছে জিজ্ঞেস করে, কি তারা ব্যয় করবে?

يَسْأَلُونَكَ مَاذَا يُنفِقُونَ

জিজ্ঞেস করতেন "মারইয়াম! কোথা থেকে এসব তোমার কাছে এলো?

قَالَ يَا مَرْيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَا

তিনি বললেন, পরওয়ারদেগার! কেমন করে আমার সন্তান হবে

قَالَتْ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي وَلَدٌ

বললেন, কত কাল এভাবে ছিলে?

قَالَ كَمْ لَبِثْتَ

আজ রাজত্ব কার?

لِّمَنِ الْمُلْكُ الْيَوْمَ

যাদেরকে তোমরা অংশীদার বলে ধারণা করতে, তারা কোথায়?

أَيْنَ شُرَكَاؤُكُمُ الَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ

তারা জিজ্ঞাসা করে, কেয়ামত কবে হবে?

يَسْأَلُونَ أَيَّانَ يَوْمُ الدِّينِ

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

তুমি কি বিশ্বাস কর না?

قَالَ أَوَلَمْ تُؤْمِن

কেমন করে তুমি মৃতকে জীবিত করবে?

كَيْفَ تُحْيِي الْمَوْتَىٰ

তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?

عَمَّ يَتَسَاءَلُونَ

কখন আসবে আল্লাহর সাহায্যে?

مَتَىٰ نَصْرُ اللَّهِ

তারা জিজ্ঞাসা করে, কেয়ামত কবে হবে?

يَسْأَلُونَ أَيَّانَ يَوْمُ الدِّينِ

কে নভোমন্ডল ভূ-মন্ডল সৃষ্টি করেছে

مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ

 

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons