নিষেধাজ্ঞা, প্রশ্ন ও না-বোধক জোর দেওয়ার জন্য مِنْএর ব্যবহার হয়।
কেউই অনুপস্থিত নয় |
مَا غَابَ مِنْ أَحَدٍ |
না বোধকে জোর |
আমি কাউকেই দেখিনি |
مَا رَأَيْتُ مِنْ أَحَدٍ |
|
এবং ধর্মের ব্যাপারে তোমাদের উপর কোনই সংকীর্ণতা রাখেননি |
وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ |
|
কেউ যেন বাইরে না যায় |
لَا يَخْرُجْ مِنْ أَحَدٍ |
নিষেধাজ্ঞা |
কিছুই লিখো না |
لَا تَكْتُبْ مِنْ شَيْءٍ |
|
কোন প্রশ্ন? |
هَلْ مِنْ سُؤَالٍ؟ |
প্রশ্নবোধক
|
কেউ বাকি আছে? |
هَلْ مِنْ مَزِيْدٍ؟ |
|
নতুন কিছু? |
هَلْ مِنْ جَدِيْدٍ؟ |
লক্ষ্যণীয়ঃ প্রশ্নবোধকে কেবল هَلْ ব্যবহৃত হবে এবং مِنْএর পরবর্তী اِسْمٌ টি অনির্দিষ্ট
কোর্স বিষয়বস্তু