কোনকিছুর না বোধককে ব্যাপকভাবে বোঝাতে لَا ব্যবহৃত হয়। এটা ঐ জাতীয় সমস্ত কিছুকে অস্বীকার করে। এরপর ইসম মানসুব হয় এবং আল বা তানভিন হয় না।

আমার কাছে কোন বইই নেই

لَا كِتَابَ عِنْدِي

দ্বীনের মধ্যে কোন প্রকার জবরদস্তি নেই

لَا اِكْرَاهَ فِي الدِّيْنِ

তাতে কোন ধরণের  সন্দেহ নেই

لَا رَيْبَ فِيْهِ

আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই

لَا اِلٰهَ اِلَّا اللهُ

আল্লাহর অবাধ্যতায় কোন আনুগত্য নাই

لاَ طَاعَةَ فِي مَعْصِيَةِ اللَّهِ

 

উল্লেখ্যঃ

১) لا এর পর ইসম নির্দিষ্ট হলে তা আর মানসুব করবে না। সেক্ষেত্রে দুইবার لا আসবে। যেমন,

না যায়েদ আলিম না খালিদ

لَازَيْدٌ عَالِمٌ وَ لَا خَالِدٌ

 

২) ইসমটি لا এর পরপর না আসলে মানসুব হবে না। এবং দুইবার আসবে।

ঘরটিতে না আছে বাতি না পাখা  

لَا فِي العُرْفَةِ مِصْبَاحٌ وِ لَا مِرْوَحَةٌ

 

লক্ষ্যনীয়ঃ  

لَا النَّافِيَّةُ

لَا النَّافِيَّةُ لِلْجِنْسِ

لَا كِتَابٌ ثَمِينٌ

لَا كِتَابَ ثَمِينٌ

একটি বই দামী নয়

কোন বইই দামী নয়

لَا طَالِبٌ فِيْ الفَصْلِ

لَا طَالِبَ فِيْ الفَصْلِ

ক্লাসে একজন ছাত্র নাই

ক্লাসে কোন ছাত্র/ছাত্রী/একজন/দুইজন নাই

 

কুরানীয় উদাহরণঃ

তাদের যখন বলা হত, আল্লাহ ব্যতীত কোন উপাস্য ন, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত।

 إِنَّهُمْ كَانُوا إِذَا قِيلَ لَهُمْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ يَسْتَكْبِرُونَ

এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য,

ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ

আর তোমাদের উপাস্য একইমাত্র উপাস্য। তিনি ছাড়া মহা করুণাময় দয়ালু কেউ নেই।

وَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ ۖ لَّا إِلَٰهَ إِلَّا هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ

আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক।

اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ

এসব মাসে যে লোক হজ্জ্বের পরিপূর্ণ নিয়ত করবে, তার পক্ষে স্ত্রীও সাথে নিরাভরণ হওয়া জায়েজ নয়। না অশোভন কোন কাজ করা, না ঝাগড়া-বিবাদ করা হজ্জ্বের সেই সময় জায়েজ নয়।

فَمَن فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ ۗ

তারা বলল, তুমি পবিত্র! আমরা কোন কিছুই জানি না, তবে তুমি যা আমাদিগকে শিখিয়েছ

قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا ۖ

 

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons