কোনকিছুর না বোধককে ব্যাপকভাবে বোঝাতে لَا ব্যবহৃত হয়। এটা ঐ জাতীয় সমস্ত কিছুকে অস্বীকার করে। এরপর ইসম মানসুব হয় এবং আল বা তানভিন হয় না।
আমার কাছে কোন বইই নেই |
لَا كِتَابَ عِنْدِي |
দ্বীনের মধ্যে কোন প্রকার জবরদস্তি নেই |
لَا اِكْرَاهَ فِي الدِّيْنِ |
তাতে কোন ধরণের সন্দেহ নেই |
لَا رَيْبَ فِيْهِ |
আল্লাহ ছাড়া কোন ইলাহই নেই |
لَا اِلٰهَ اِلَّا اللهُ |
আল্লাহর অবাধ্যতায় কোন আনুগত্য নাই |
لاَ طَاعَةَ فِي مَعْصِيَةِ اللَّهِ |
উল্লেখ্যঃ
১) لا এর পর ইসম নির্দিষ্ট হলে তা আর মানসুব করবে না। সেক্ষেত্রে দুইবার لا আসবে। যেমন,
না যায়েদ আলিম না খালিদ |
لَازَيْدٌ عَالِمٌ وَ لَا خَالِدٌ |
২) ইসমটি لا এর পরপর না আসলে মানসুব হবে না। এবং দুইবার আসবে।
ঘরটিতে না আছে বাতি না পাখা |
لَا فِي العُرْفَةِ مِصْبَاحٌ وِ لَا مِرْوَحَةٌ |
লক্ষ্যনীয়ঃ
لَا النَّافِيَّةُ |
لَا النَّافِيَّةُ لِلْجِنْسِ |
لَا كِتَابٌ ثَمِينٌ |
لَا كِتَابَ ثَمِينٌ |
একটি বই দামী নয় |
কোন বইই দামী নয় |
لَا طَالِبٌ فِيْ الفَصْلِ |
لَا طَالِبَ فِيْ الفَصْلِ |
ক্লাসে একজন ছাত্র নাই |
ক্লাসে কোন ছাত্র/ছাত্রী/একজন/দুইজন নাই |
কুরানীয় উদাহরণঃ
তাদের যখন বলা হত, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত। |
إِنَّهُمْ كَانُوا إِذَا قِيلَ لَهُمْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ يَسْتَكْبِرُونَ |
এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য, |
ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ |
আর তোমাদের উপাস্য একইমাত্র উপাস্য। তিনি ছাড়া মহা করুণাময় দয়ালু কেউ নেই। |
وَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ ۖ لَّا إِلَٰهَ إِلَّا هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ |
আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। |
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ |
এসব মাসে যে লোক হজ্জ্বের পরিপূর্ণ নিয়ত করবে, তার পক্ষে স্ত্রীও সাথে নিরাভরণ হওয়া জায়েজ নয়। না অশোভন কোন কাজ করা, না ঝাগড়া-বিবাদ করা হজ্জ্বের সেই সময় জায়েজ নয়। |
فَمَن فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ ۗ |
তারা বলল, তুমি পবিত্র! আমরা কোন কিছুই জানি না, তবে তুমি যা আমাদিগকে শিখিয়েছ |
قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا ۖ |
কোর্স বিষয়বস্তু