ব্যতিক্রম

নিয়ম

ء এর অবস্থান

 

শব্দের শুরুতে ء সর্বদা আলিফকে চেয়ার হিসেবে গ্রহন করে।

যেমনঃ أ  ،  إ   যবর আর পেশের ক্ষেত্রে উপরে আর যেরের ক্ষেত্রে নিচে বসে

শব্দের শুরুতে

 

১) ءِ  এর পুর্বে যাই থাকুক না কেন তার চেয়ার হবে ي যেমনঃ سُئِلَ

 

 

 

 

 

 

 

শব্দের মধ্যে

وْ এবং يْ

২) ءُ এর পুর্বে যাই থাকুক না কেন তার চেয়ার হবে و

যেমনঃ لَؤُمٌ ،  رُؤُسٌ،  تَلْؤُمٌ ، خَلطَاؤُهُ

وْ এবং يْ

৩) ءَ এর পুর্বে, যবর/সাকিন হলে ا ,  যের হলে  ي, পেশ হলে و চেয়ার হিসেবে আসে। যেমনঃ رَأَيْتَ،   تَسْأَلُوْنَ،   سَيِّئَةٌ،  فُؤَادٌ

 

)  ءْ এর পুর্বে,  যবর  হলে ا,  যের হলে  ي, পেশ হলে و চেয়ার হিসেবে আসে।  যেমনঃ رَأْسٌ،  بِئْسٌ،  مُؤْمِنٌ

 

৫) ءُ / ءَ এর পুর্বে يْ হলে তার চেয়ার হবে ي যেমনঃ ، مَجِيْئُهَا     مَلِيْئَةُআর পুর্বে اْ ،  وْ،  وّ   হলে  চেয়ার ছাড়া যেমনঃ يَتَسَاءَلُ    تَوْءَمٌ،   بَوَّءَهُمْ،   يَسُوْءُهُمْ،

 

১) যবর এর পরে হলে ا,  যের এর পরে হলে  ي, পেশ এর পরে হলে و চেয়ার হিসেবে আসে। যেমনঃ  قَرَأَ ،   شَاطِئٌ،  بجِرُؤٌ

 

 

 

শব্দের শেষে

 

 

২) সুকুন এর পরে আসলে চেয়ার ছাড়াযেমনঃ شَيْءٌ،  سَمَاءٌ،  مَاءٌ

 

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons