স্ত্রী বাচক |
পুরুষ বাচক |
|
الأُوْلىٰ |
الأوَّلُ |
প্রথম |
الثَّانِيَةُ |
الثَّانِي |
দ্বিতীয় |
الثَّالِثَةُ |
الثَّالِثُ |
তৃতীয় |
الرَّابِعَةُ |
الرَّابِعُ |
চতুর্থ |
الْخَامِسَةُ |
الخَامِسُ |
পঞ্চম |
السَّادِسَةُ |
السَّادِسُ |
ষষ্ঠ |
السَّابِعَةُ |
السَّابِعُ |
সপ্তম |
الثَّامِنَةُ |
الثَّامِنُ |
অষ্টম |
التَّاسِعَةُ |
التَّاسِعُ |
নবম |
العَاشِرَةُ |
العَاشِرُ |
দশম |
ক্রমবাচক সংখ্যার উদাহরণ
আমি প্রথম পাঠ পড়েছিলাম |
قَرَأْتُ الدَّرْسَ الأوَّلَ |
প্রথম পাঠ |
الدَّرْسُ الأوَّلُ |
আমি দ্বিতীয় তলায় থাকি |
أَسْكُنُ فِيْ الطَّابِقِ الثَّانِي |
দ্বিতীয় তলা |
الطَّابِقُ الثَّانِي |
আমরা ৩য় ফ্লাটে গিয়েছিলাম |
ذَهَبْنَا إلَى الشَّقَّةِ الثَّالِثَةِ |
তৃতীয় ফ্ল্যাট |
الشَّقَّةُ الثَّالِثَةُ |
হামিদ চতুর্থ বছরে পাস করেছিলো |
نَجَحَ حَامِدٌ فِي السَّنَةِ الرَّابِعَةِ |
চতুর্থ বছর |
السَّنَةُ الرَّابِعَةُ |
আমরা পঞ্চম দরজা দিয়ে প্রবেশ করেছিলাম |
دَخَلْنَا مِنَ الْبَابِ الْخَامِسِ |
পঞ্চম দরজা |
الْبَابُ الخَامِسُ |
ষষ্ঠ পরীক্ষা আসছে |
الإمْتِحَانُ السَّادِسُ قَادِمٌ |
ষষ্ঠ পরীক্ষা |
الإمْتِحَانُ السَّادِسُ |
সপ্তম ঘরটি পরিচালকের |
الْبَيْتُ السَّابِعُ لِلْمُدِيْرِ |
সপ্তম ঘর |
الْبَيْتُ السَّابِعُ |
আব্বাস অষ্টম পৃষ্ঠা খুলেছিল |
فَتَحَ عَبَّاسٌ الصَّفْحَةَ الثَّامِنَةَ |
অষ্টম পৃষ্ঠা |
الصَّفْحَةُ الثَّامِنَةُ |
আমরা সেখানে নবম দিনে পৌঁছেছিলাম |
وَصَلْنَا إلىٰ هُنَاكَ فِي اليَوْمِ التَّاسِعِ |
নবম দিন |
اليَوْمُ التَّاسِعُ |
আমরা এখানে দশম বছরে ফিরে এসেছিলাম |
رَجَعْنَا هُنَا فِي السَّنَةِ العَاشِرَةِ |
দশম বছর |
السَّنَةُ العَاشِرَةُ |
পুনরাবৃত্তিঃ
مَرَّةً أُخْرَى |
أَوَّلُ مَرَّةٍ |
كُلُّ مَرَّةٍ |
ثَلاثَ مَرَّاتٍ |
مَرَّتَانِ |
مَرَّةً |
দ্বিতীয়বার |
প্রথমবার |
সব সময় |
তিন বার |
দুইবার |
একবার |
উদাহরণ
যেমন তোমাদেরকে প্রথম বার সৃষ্টি করেছিলাম। |
كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ |
তারা কি লক্ষ্য করে না, প্রতি বছর তারা দু’একবার বিপর্যস্ত হচ্ছে, অথচ, তারা এরপরও তওবা করে না কিংবা উপদেশ গ্রহণ করে না।
|
أَوَلَا يَرَوْنَ أَنَّهُمْ يُفْتَنُونَ فِي كُلِّ عَامٍ مَّرَّةً أَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمْ يَذَّكَّرُونَ |
হে মুমিনগণ! তোমাদের দাসদাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক হয়নি তারা যেন তিন সময়ে তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنكُمْ ثَلَاثَ مَرَّاتٍ |
কোর্স বিষয়বস্তু