স্ত্রী বাচক

পুরুষ বাচক

 

الأُوْلىٰ

الأوَّلُ

প্রথম

الثَّانِيَةُ

الثَّانِي

দ্বিতীয়

الثَّالِثَةُ

الثَّالِثُ

তৃতীয়

الرَّابِعَةُ

الرَّابِعُ

চতুর্থ

الْخَامِسَةُ

الخَامِسُ

পঞ্চম

السَّادِسَةُ

السَّادِسُ

ষষ্ঠ

السَّابِعَةُ

السَّابِعُ

সপ্তম

الثَّامِنَةُ

الثَّامِنُ

অষ্টম

التَّاسِعَةُ

التَّاسِعُ

নবম

العَاشِرَةُ

العَاشِرُ

দশম

 

ক্রমবাচক সংখ্যার উদাহরণ

আমি প্রথম পাঠ পড়েছিলাম

قَرَأْتُ الدَّرْسَ الأوَّلَ

প্রথম পাঠ

الدَّرْسُ الأوَّلُ

আমি দ্বিতীয় তলায় থাকি

أَسْكُنُ فِيْ الطَّابِقِ الثَّانِي

দ্বিতীয় তলা

الطَّابِقُ الثَّانِي

আমরা ৩য় ফ্লাটে গিয়েছিলাম

ذَهَبْنَا إلَى الشَّقَّةِ الثَّالِثَةِ

তৃতীয় ফ্ল্যাট

الشَّقَّةُ الثَّالِثَةُ

হামিদ চতুর্থ বছরে পাস করেছিলো

نَجَحَ حَامِدٌ فِي السَّنَةِ الرَّابِعَةِ

চতুর্থ বছর

السَّنَةُ الرَّابِعَةُ  

আমরা পঞ্চম দরজা দিয়ে প্রবেশ করেছিলাম

دَخَلْنَا مِنَ الْبَابِ الْخَامِسِ

পঞ্চম দরজা

 الْبَابُ الخَامِسُ

ষষ্ঠ পরীক্ষা আসছে

الإمْتِحَانُ السَّادِسُ قَادِمٌ

ষষ্ঠ পরীক্ষা

الإمْتِحَانُ السَّادِسُ

সপ্তম ঘরটি পরিচালকের

الْبَيْتُ السَّابِعُ لِلْمُدِيْرِ

সপ্তম ঘর

الْبَيْتُ السَّابِعُ

আব্বাস অষ্টম পৃষ্ঠা খুলেছিল

فَتَحَ عَبَّاسٌ الصَّفْحَةَ الثَّامِنَةَ

অষ্টম পৃষ্ঠা

الصَّفْحَةُ الثَّامِنَةُ

আমরা সেখানে নবম দিনে পৌঁছেছিলাম

وَصَلْنَا إلىٰ هُنَاكَ فِي اليَوْمِ التَّاسِعِ

নবম দিন

اليَوْمُ التَّاسِعُ

আমরা এখানে দশম বছরে ফিরে এসেছিলাম

رَجَعْنَا هُنَا فِي السَّنَةِ العَاشِرَةِ

দশম বছর

السَّنَةُ العَاشِرَةُ

 

পুনরাবৃত্তিঃ

مَرَّةً أُخْرَى

أَوَّلُ مَرَّةٍ

كُلُّ مَرَّةٍ

ثَلاثَ مَرَّاتٍ

مَرَّتَانِ

مَرَّةً

দ্বিতীয়বার

প্রথমবার

সব সময়

তিন বার

দুইবার

একবার

 

উদাহরণ

যেমন তোমাদেরকে প্রথম বার সৃষ্টি করেছিলাম।

كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ

তারা কি লক্ষ্য করে না, প্রতি বছর তারা দুএকবার বিপর্যস্ত হচ্ছে, অথচ, তারা এরপরও তওবা করে না কিংবা উপদেশ গ্রহণ করে না।

 

أَوَلَا يَرَوْنَ أَنَّهُمْ يُفْتَنُونَ فِي كُلِّ عَامٍ مَّرَّةً أَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمْ يَذَّكَّرُونَ

হে মুমিনগণ! তোমাদের দাসদাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক হয়নি তারা যেন তিন সময়ে তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنكُمْ ثَلَاثَ مَرَّاتٍ

 

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons