ইতিপূর্বে আমরা অনির্দিষ্টকে নির্দিষ্ট করতে الْ এর ব্যবহার দেখেছি। একে বলা হয় لَامُ التَّعْرِيْفِ এটা কয়েক প্রকার হয়। যেমন,
নারী ও সন্তানাদি থেকে |
مِنَ ٱلنِّسَاءِ وَٱلْبَنِينَ |
নির্দিষ্ট শ্রেণী |
ال الْجِنْسِية |
সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর |
ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَالَمِينَ |
একটা নির্দিষ্ট শ্রেণীর সকলকে বোঝাতে |
ال الْإسْتِغْرَاقِية |
প্রেরণ করেছিলাম ফেরাউনের কাছে একজন রসূল। অতঃপর ফেরাউন সেই রসূলকে অমান্য করল |
أَرْسَلْنَا إِلَىٰ فِرْعَوْنَ رَسُولًا فَعَصَىٰ فِرْعَوْنُ الرَّسُولَ |
নির্দিষ্ট অর্থে যখন তা বাক্যে পূর্বে উল্লেখ থাকে |
ال العَهْدِية الخريجية |
মুসলিমরা ভাই ভাই |
الْمُؤْمِنُونَ إِخْوَةٌ |
নির্দিষ্ট অর্থে যখন তা বাক্যে পূর্বে উল্লেখ থাকে না |
ال العَهْدِية الجهنية |
এবং মদীনাবাসী থেকে |
وَمِنْ أَهْلِ الْمَدِينَةِ |
অতিরিক্ত হিসেবে |
ال الزَّائِدَة |
এছাড়া ال বিশিষ্ট কর্তা বিশেষ্য ও কর্ম বিশেষ্য গুলো ইসমুল মাওসুলির অর্থ দেয়। যেমন,
হত্যাকারী এসেছে / সে এসেছে যে হত্যা করেছে |
جَاءَ الَّذِي قَاتَل |
جَاءَ القَاتِلُ |
প্রহৃত ব্যক্তি মরেছে/ সে মরেছে যে প্রহৃত হয়েছে |
مَاتَ الَّذِي ضُرِبَ |
مَاتَ الْمَضْرُوبُ |
কোর্স বিষয়বস্তু