পাঁচটি বিশেষ বিশেষ্য এমন যে যখন এরা মুদাফ হিসেবে আসে তখন, মারফু অবস্থায় و মানসুব অবস্থায় ا এবং মাজরুর অবস্থায় ي যোগ হয়। এগুলো হলো,
ذُوْ |
فَمٌ |
حَمٌ |
أَخٌ |
أَبٌ |
ওয়ালা |
মুখ |
শ্বশুর |
ভাই |
পিতা |
নিচে এদের বিভক্তি খেয়ায়ল করি,
তোমার আব্বা কেমন আছেন? |
كَيْفَ أَبُوْكَ؟ |
মারফূ |
আমি বেলালের আব্বাকে চিনি |
أَعْرِفُ أَبَا بِلاَلٍ |
মানসূব |
বেলালের বাবার দিকে গিয়েছিলাম |
ذَهَبْتُ إِلَى أَبِيْ بِلَالٍ |
মাজরূর |
তবে মুদাফ ইলাইহি ইয়া মুতাকাল্লিম হলে কিছু যোগ হয় না।
আমার আব্বা কোথায় গিয়েছিল? |
أَيْنَ ذَهَبَ أَبِيْ؟ |
মারফূ |
তুমি কি আমার ভাইকে চেন? |
أَتَعْرِفُ أَخِيْ؟ |
মানসূব |
আমার ভাইয়ের থেকে ঠিকানাটা নাও |
خُذِالْعُنْوَانَ مِنْ أَخِيْ |
মাজরূর |
কোর্স বিষয়বস্তু