আরবীতে বাক্যকে বলা হয় جُمْلَةٌ । গঠনানুযায়ী আরবী বাক্য দুই প্রকার। ১) নামপ্রধান বাক্য এবং ২) ক্রিয়া প্রধান বাক্য।
১) নামপ্রধান বাক্য বা اَلْجُمْلَةُ الإِسْمِيَّةُ
যখন কোন বাক্য اِسْمٌ দিয়ে শুরু হয় তখন তাকে নামপ্রধান বাক্য বা اَلْجُمْلَةُ الإِسْمِيَّةُ বলে। এর দুটি অংশ রয়েছেঃ ক) مُبْتَدَأٌ বা উদ্দেশ্য (subject) অর্থাৎ যার উদ্দেশ্যে কিছু বলা হয় এবং খ) خَبَرٌ বা বিধেয় (Predicate) অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে যে খবর/সংবাদ দেওয়া হয়। যেমন আমরা উপরোক্ত বাক্যটির আরবী দেখি,
خَبَرٌ |
مُبْتَدَأٌ |
|
جَدِيْدٌ |
اَلْكِتَابُ |
বইটি নতুন |
বাক্যটিতে ‘বইটি’ সম্পর্কে বলা হচ্ছে যে তা নতুন। সুতরাং বইটি হল مُبْتَدَأٌ বা উদ্দেশ্য আর তার خَبَرٌ হলো ‘নতুন’। مُبْتَدَأٌ ও خَبَرٌ সর্বদা مَرْفُوْعٌ হবে। কিছু ব্যতিক্রম বাদে মুবতাদা শুরুতে আসলে নির্দিষ্ট হয়। খবর নির্দিষ্ট ও অনির্দিষ্ট উভয়ই হতে পারে। মুবতাদা ও খবরের মধ্যে লিংগ ও বচনে মিল থাকবে।
২) ক্রিয়া প্রধান বাক্য বা اَلْجُمْلَةُ الفِعْلِيَّةُ
যখন কোন বাক্য فِعْلٌ দিয়ে শুরু হয় তখন তাকে اَلْجُمْلَةُ الفِعْلِيَّةُ বলে। এর মৌলিক দুইটি অংশ। فِعْلٌ ক্রিয়া (verb) ও فَاعِلٌ কর্তা (Doer)। কর্তা সর্বদা মারফু।
فَاعِلٌ |
فِعْلٌ |
|
خَالِدٌ |
خَرَجَ |
খালিদ বের হলো |
কর্তা অনেক সময় উহ্য বা গোপন থাকতে পারে যেমন, নিচের বাক্যটিতে কর্তা هُوَ “সে” উহ্য আছে।
فِعْلٌ |
|
خَرَجَ |
“সে” বের হলো |
এছাড়া অর্থানুযায়ী বাক্যকে আবার দুইভাগে ভাগ করা হয়।
১) সংবাদমূলক বাক্য الجُمْلَةُ الخَبَرِيَّةُ
যে বাক্যকে সত্য বা মিথ্যা বলা যায়। যেমন,
أَنَا طَالِبٌ |
নামপ্রধান সরল বাক্য |
الجُمْلَة الاسْمِيَّة |
ذَهَبَ زَيْدٌ إِلَى السُّوْقِ |
ক্রিয়া প্রধান সরল বাক্য |
الجُمْلَةُ الفِعْلِيَّة |
২) রচনামূলক বাক্য الجُمْلَةُ الانْشَائِية
যে বাক্যকে সত্য বা মিথ্যা বলা যায় না। যেমন আদেশ, নিষেধ, প্রশ্ন ইত্যাদি।
اِذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ |
আদেশ |
الأَمْر |
لَا تَعْبُدِ الشَّيْطَانَ |
নিষেধ |
النَّهِي |
مَا الْقَارِعَةُ ؟ |
প্রশ্নসূচক বাক্য |
الإِسْتِفْهَام |
قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ |
আশ্চর্যবাচক বাক্য |
التَّعَجُّب |
بِعْتُ وَ اِشْتَرَيْتُ |
চুক্তিমূলক বাক্য |
العُقُوْد |
يَا اَللهُ |
আহবানসূচক বাক্য |
النِدَاء |
أَلَا تُسَافِرُ مَعَنَا |
অনুযোগমূলক বাক্য |
العَرْض |
وَاللهِ لَاَضْرِبَنَّ زَيْدًا |
শপথমূলক বাক্য |
القَسَم |
কোর্স বিষয়বস্তু