তামিজ হল এমন اِسْمٌ যা পূর্বে ব্যবহৃত শব্দ বা বাক্যের নির্দেশিত অর্থ প্রকাশে সহায়ক হয়। যেমনঃ شَرِبْتُ لِتْرًا حَلِيْبًا আমি এক লিটার দুধ পান করেছি। এখানে কেবল شَرِبْتُ لِتْرًا বললে প্রশ্ন থেকে যায় এক লিটার কী পান করেছে? حَلِيْبًا ইসমটি তার উত্তর দেয়। অনুরুপভাবে إِبْرَاهِيْمُ أَحْسَنُ مِنِّي خَطًّا ইব্রাহিম আমার চেয়ে হাতের লেখায় ভাল। এখানে خَطًّا কোন ক্ষেত্রে ভালো তার উত্তর দেয়। এগুলোই تَمْيِيْزُ । তামিজ মানসুব। তবে তার পূর্বে হারফ যার হলে বা সেটা মুদাফ ইলাইহি হলে মাজরুর হয়। তমিজ সবসময় অনির্দিষ্ট হয়। যেমনঃ
আমি এক লিটার দুধ পান করেছি |
شَرِبْتُ لِتْرًا مِنْ حَلِيْبٍ |
আমি এক লিটার দুধ পান করেছি |
شَرِبْتُ لِتْرَ حَلِيْبٍ |
আমি এগারোজন ছাত্রকে দেখেছিলাম |
رَأَيْتُ أَحَدَ عَشَرَ طَالِبًا |
আমি এক মিটার সিল্ক কিনেছিলাম |
اِشْتَرَيْتُ مِتْرًا حَرِيْرًا |
আমাকে দুই লিটার দুধ দাও |
أَعْطِنِيْ لِتْرَيْنِ حَلِيْبًا |
আমার কাছে এক কিলোগ্রাম কমলা আছে |
عِنْدِيْ كِيْلُوْغِرَامٌ بُرْتُقَالاً |
এই ছাত্রটি চরিত্রগত দিকে ভালো। |
حَسُنَ هٰذَا الطَّالِبُ خُلُقًا |
বেলাল চরিত্রগত দিকে ভালো। |
حَسُنَ بِلاَلٌ خُلُقًا |
কিছু শব্দ তামিজ নিয়ে আসে। যেমনঃ
তোমার কয়জন কন্যা আছে? |
كَمْ بِنْتًا لَكَ؟ |
كَمْ |
তোমার কাছে কি একটি ময়দার বস্তা আছে? |
هَلْ عِنْدَكَ كِيْسٌ دَقِيْقًا؟ |
كِيْسٌ |
যে অনু পরিমান ভালো করবে তা সে দেখতে পাবে |
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ |
مِثْقَالَ ذَرَّةٍ |
আকাশে হাতের এক তালু পরিমান মেঘ নাই |
مَا فِيْ السَّمَاءِ قَدْرُ رَاحَةٍ سَحَابًا |
قَدْرُ رَاحَةٍ |
কুরআনীয় উদাহরণ
বলো, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন। |
وَقُل رَّبِّ زِدْنِي عِلْمًا |
আমার ধন-সম্পদ তোমার চাইতে বেশী এবং জনবলে আমি অধিক শক্তিশালী। |
أَنَا أَكْثَرُ مِنكَ مَالًا وَأَعَزُّ نَفَرًا |
আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না। |
إِنَّا لَا نُضِيعُ أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلًا |
আমি স্বপ্নে দেখেছি এগারটি নক্ষত্রকে। |
إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا |
আর আমি মূসাকে প্রতিশ্রুতি দিয়েছি ত্রিশ রাত্রির |
وَوَاعَدْنَا مُوسَىٰ ثَلَاثِينَ لَيْلَةً |
আর যারা ইমান আনে তারা আল্লাহর প্রতি বেশি ভালোবাসা রাখে |
وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِّلَّهِ |
আল্লাহর রং এর চাইতে উত্তম রং আর কার? |
وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ صِبْغَةً |
কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ? |
أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا |
তাদেরকে বর্জন করুন যারা তাদের ধর্মকে ক্রিয়া কৌতুক হিসেবে নিয়েছে |
وَذَرِ الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَعِبًا وَلَهْوًا |
ইসলামকে তোমাদের জন্যে দ্বীন হিসেবে পছন্দ করলাম |
وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا |
নিশ্চয় এবাদতের জন্যে রাত্রিতে উঠা প্রবৃত্তি দলনে সহায়ক |
إِنَّ نَاشِئَةَ اللَّيْلِ هِيَ أَشَدُّ وَطْئًا |
যারা শক্তিতে ছিল তার চাইতে প্রবল এবং ধন-সম্পদে অধিক প্রাচুর্যশীল? |
مَنْ هُوَ أَشَدُّ مِنْهُ قُوَّةً وَأَكْثَرُ جَمْعًا |
কোর্স বিষয়বস্তু