কিছু শব্দ আছে যারা تَنْوِيْنٌ গ্রহন করে না এবং مَجْرُوْرٌ অবস্থায় যের এর বদলে যবর গ্রহন করে। আরবীতে এদেরকে الْمَمْنُوعُ مِنَ الصَّرْفِ বলে। যেমনঃ
এই বইটি হামজার |
هٰذَا الْكِتَابُ لِحَمْزَةَ |
হামিদ লন্ডনে গেল |
حَامِدٌ ذَهَبَ إِلَى لَنْدَنَ |
উসমানের কলমটি লাল |
قَلَمُ عُثْمَانَ أَحْمَرُ |
এদের বৈশিষ্ট্যগুলো নিম্নরুপঃ
স্ত্রীবাচক নাম |
آمِنَةُ، زَيْنَبُ، مَريَمُ ইত্যাদি। কিন্তু যে সকল নাম তিন অক্ষর বিশিষ্ট এবং মধ্যের অক্ষরে সুকুন সেগুলো দ্বিত্ব বা ত্রিত্ব উভয়ই হতে পারে। যদিও ত্রিত্ব হিসেবে ব্যবহারই উত্তম। যেমন رِيْمٌ، دَعْدٌ، هِنْدٌ |
অনারব পুরুষের নাম |
إِبْرَاهِيْمُ، وِلْيَامُ، بَاكِسْتَانُ ইত্যাদি। কিন্তু যেসকল নাম তিন অক্ষরবিশিষ্ট এবং মধ্যের অক্ষরে সুকুন তারা ত্রিত্ব। যেমন نُوْحٌ ، لُوْطٌ |
শেষে ة বিশিষ্ট পুরুষবাচক আরবী নাম |
حَمْزَةُ، أُسَامَةُ، طَلحَةُ ইত্যাদি। |
فُعَلُ গঠনের পুরুষবাচক আরবী নাম |
هُبَلُ، زُحَلُ، زُفَرُ، عُمَرُ ইত্যাদি। |
নামের শেষে اَنُ |
عُثْمَانُ، شَعْباَنُ، مَرْوَانُ، رَمْضَانُ কিন্তু فَعَّالٌ গঠনের হলে দ্বিত্ব নয়। যেমন حَسَّانٌ |
فَعْلاَنُ গঠনের বিশেষণ |
مَلْآنُ، عَطْشَانُ، شَبْعَانُ، جَوْعَانُ |
ক্রিয়ার ন্যায় গঠন |
যেমন, أَحْمَدُ، أَجْمَلُ যা أَذْهَبُ এর মত এবং يَزِيْدُ যা يَبِيْعُ এর মত |
أَفْعَلُ গঠনের বিশেষণ যা ة যোগে স্ত্রীবাচক হয় না |
)كُبْرَى( أَكْبَرُ ،) (حَمْرَاءُ أَحْمَرُ কিন্তু أَرْمَلٌ দ্বিত্ব নয় কারণ তার স্ত্রীবাচক أَرْمَلَةٌ |
مَفَاعِلُ , مَفَاعِيْلُ أَفْعِلَاءُ , فُعَلَاءُ ইত্যাদি গঠনের বহুবচন |
حَدَاءِقُ، مَدَارِسُ، مَسَاجِدُ، مَنَادِيْلُ، فَنَادِقُ، اَنَامِلُ، سَلاَسِلُ
|
শেষে أَلِفُ التَّانِيْثِ বা স্ত্রীবাচক আলিফ। |
ক) আলিফ মাকসুরাঃ مَرْضٰى، دُنْيَا، حُبْلَى، هَدَيَا، فَتَاوَى কিন্তু যে আলিফ তৃতীয় অক্ষর সেগুলো দ্বিত্ব নয়। যেমন عَصًا، رَحًى، فَتًى খ) আলিফ মামদুদাঃ ، أَغْنِيَاءُ، حَمْرَاءُ، صَحْرَاءُ، فُقَرَاءُ، أَصْدِقَاءُ কিন্তুأَفْعَالٌ গঠনের হলে দ্বিত্ব হবে না। যেমন, أَنْحَاءٌ، أَلْاَءٌ، أَبْنَاءٌ، أَسْمَاءٌ، |
দ্বিত্ত্বগুলো الْ বিশিষ্ট বা مُضَافٌ হলে ত্রিত্ব হয়ে যায়
বিশিষ্ট দ্বিত্ত্ব الْ |
|
লাল জামা পড়া ঐ বালকটি কে? |
مَنْ ذٰلِكَ الْوَلَدُ ذُوْ الْقَمِيْصِ الْاَحْمَرِ |
হামিদ ক্ষুধার্থ বালকটিকে খাইয়েছিল |
حَامِدٌ أَطْعَمَ الْوَلَدَ الْجَوْعَانَ |
সে সবচেয়ে বড় বাড়িটিতে আছে |
هُوَ فِي الْبَيْتِ الْأَكْبَرِ |
হিসেবে দ্বিত্ত্ব مُضَافٌ |
|
আমি মদীনার স্কুলগুলোতে পড়িয়েছিলাম |
دَرَّسْتُ فِي مَدَارِسِ الْمَدِيْنَةِ |
সে সবচেয়ে ভালো ছাত্রদের একজন |
هُوَ مِنْ أَحْسَنِ الطُّلاَّبِ |
আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। |
لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ |
কোর্স বিষয়বস্তু