আমরা জানি যে قَبْلَ এবং بَعْدَ হল জারফ এবং মুদাফ। কিন্তু এদের কখনো কখনো  “মুদাফ ইলাইহি” নাও থাকতে পারে। সেক্ষেত্রে  مِنْ قَبْلُ এবং مِن بَعْدُ হবে।

মুদাফ ইলাইহি ছাড়া

মুদাফ ইলাইহি সহ

لِلَّهِ الْأَمْرُ مِنْ قَبْلُ وَ مِنْ بَعْدُ

ذَهَبْتُ إلَى الْمَسْجِدِ قَبْلَ الْأذَانِ

আগে পিছের সব আদেশ আল্লাহর

আযানের পুর্বে মাসজিদে গিয়েছিলাম

 

কুরআনীয় উদাহরণ

তোমাদের পুর্বে যারা কাফের ছিল, তাদের বৃত্তান্ত কি তোমাদের কাছে পৌছেনি?

أَلَمْ يَأْتِكُمْ نَبَأُ الَّذِينَ كَفَرُوا مِنْ قَبْلُ

ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত।

وَإِن كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ

তারা তাদের মত যেন না হয়, যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল।

وَلَا يَكُونُوا كَالَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلُ

আমরা পূর্বেও আল্লাহকে ডাকতাম।

إِنَّا كُنَّا مِن قَبْلُ نَدْعُوهُ

এরূপ লোকদের মর্যদা বড় তাদের অপেক্ষা, যার পরে ব্যয় করেছে যুদ্ধ করেছে।

أُولَٰئِكَ أَعْظَمُ دَرَجَةً مِّنَ الَّذِينَ أَنفَقُوا مِن بَعْدُ وَقَاتَلُوا

এরপর আপনার জন্যে কোন নারী হালাল নয়

لَّا يَحِلُّ لَكَ النِّسَاءُ مِن بَعْدُ

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons