أَوْشَكَ-يُوشِكُ শব্দের ব্যবহার

লুগাতুল কুরআন (তৃতীয় পাঠ)

পাঠের বিষয়বস্তু

টেক্সট

يُوْشِكُ -  أَوْشَكَ    অর্থ – “সে প্রায়ই হলো এটা أفْعَلَ গঠনের এবং  كَادَ এর বোন। এর খবর সর্বদা(أَنْ + الْمُضَارِعُ  مَنْصُوبٌ)   হবে।

হামিদ গতকাল প্রায় মরেছিল

أَوْشَكَ حَامِدٌ أَنْ يَمُوْتَ أَمْسِ

আমি বিয়ে করতে যাচ্ছি 

أُوْشِكُ أَنْ أَتَزَوَّجَ

শীঘ্রই মানুষের উপর এমন এক যমানা আসবে যে ইসলামের নাম ছাড়া আর কোরানের অক্ষর ছাড়া কিছু অবশিষ্ট থাকবে না

يُوشِكُ أَنْ يَأْتِيَ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَبْقَى مِنَ الْإِسْلَامِ إِلَّا اسْمُهُ وَلَا يَبْقَى مِنَ الْقُرْآنِ إِلَّا رَسْمُهُ

 

কোর্স বিষয়বস্তু