مِائَةٌ  = এক শত  এবং أَلْفٌ  = এক হাজার এই দুটি নম্বরের পর মাদুদ একবচন মাজরুর হয়। পুরুষ স্ত্রী বাচকের জন্য এর রুপ পরিবর্তন হয় না। তবে এর বিভক্তি পরিবর্তনশীল।

فِي فَصْلِنَا أَلْفُ طَالِبٍ

فِي فَصْلِنَا مِائَةُ طَالِبٍ

مَرْفُوْعٌ

আমাদের ক্লাসে এক হাজার ছাত্র

আমাদের ক্লাসে একশত ছাত্র

 

رَأيْتُ أَلْفَ رَجُلٍ فِيْ الْمَسْجِدِ

رَأيْتُ مِائَةَ طَالِبٍ فِيْ الشَّارِعِ

مَنْصُوْبٌ

আমি মসজিদে এক হাজার লোক দেখেছিলাম

আমি রাস্তায় একশত ছাত্র দেখেছিলাম

 

لَيْلَةُ الْقَدْرِ‌ خَيْرٌ‌ مِّنْ أَلْفِ شَهْرٍ‌

إشْتَرَيْتُ هٰذَا الكِتَابَ بِمِائَةِ رُبِيَّةٍ

مَجْرُوْرٌ

কদরের রাতটি হাজার মাস হতে উত্তম

এই বইটি একশত রুপি দিয়ে কিনেছিলাম

 

 

কুরআনীয় উদাহরণঃ

তোমাদের ইলাহই একমাত্র ইলাহ।

أَنَّمَا إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ

বস্তুতঃ সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র

فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ

তিনি বললেন তোমার নিদর্শন এই যে, তুমি সুস্থ অবস্থায় তিন দিন মানুষের সাথে কথাবার্তা বলবে না।

قَالَ آيَتُكَ أَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلَاثَ لَيَالٍ سَوِيًّا

অতএব, এর কাফফরা এই যে, দশজন দরিদ্রকে খাদ্য প্রদান করবে;

فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ

বস্তুতঃ যারা পাবে না, তারা হজ্জ্বের দিনগুলোর মধ্যে রোজা রাখবে তিনটি আর সাতটি রোযা রাখবে ফিরে যাবার পর।

فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ

 

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons