رَأَى - يَرَى এর দুটি অর্থ
আমি ইব্রাহীমকে দেখেছিলাম। |
رَأَيْتُ إِبْرَا هِيْمَ |
১) সে দেখেছিল এটা হল رَأَى البَصَرِيَّةُ |
তারা তাঁকে দূরবর্তী মনে করে। |
إِنَّهُمْ يَرَوْنَهُ بَعِيْدًا |
২) সে মনে করেছিল বা সে সন্দেহ করেছিল, সে বিচার করল ইত্যাদি।
এই ক্রিয়ার দুটি কর্ম যারা মূলত মুবতাদা ও খবর। |
আমি মনে করি তুমি দুর্বল। |
أَرَاكَ ضَعِيْفًا |
|
আমি মনে করি হামিদ একজন আলিম। |
أَرَى حَامِدًا عَالِمًا |
|
যে আমার হতে হাদিস বর্ণনা করে এবং সন্দেহ করে যে সেটা মিথ্যা তাহলে সেও মিথ্যাবাদীদের একজন |
مَنْ حَدَّثَ عَنِّي حَدِيثًا وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ فَهُوَ أَحَدُ الْكَاذِبَيْن |
কোর্স বিষয়বস্তু