বিধেয় (predicate) বা خَبَرٌ একটা মাত্র শব্দ বিশিষ্ট, একটা শব্দ গুচ্ছ বিশিষ্ট আবার একটা পুর্ন বাক্য নিজেই খবর হতে পারে। খবর মোট পাঁচ প্রকার,
|
খবরের প্রকার |
خَبَرٌ |
مُبْتَدَأٌ |
১ |
এক শব্দ বিশিষ্ট খবর الْخَبَرُ الْمُفْرَدُ |
جَمِيْلٌ |
الْقَمَرُ |
২ |
জার মাজরুর খবর جَارٌّ وَمَجْرُوْرٌ خَبَرٌ |
علَى اَلْمَكْتَبِ |
الْكِتَابُ |
৩ |
জারফ খবর ظَرْفٌ خَبَرٌ |
تَحْتَ الْمَكْتَبِ |
الْحَقِيْبَةُ |
৪ |
নামপ্রধান বাক্যের খবর اَلْجُمْلَةُ الإِسْمِيَّةُ خَبَرٌ |
لَهُ طِفْلٌ صَغِيْرٌ |
أَحْمَدُ |
৫ |
ক্রিয়া প্রধান বাক্যের খবর خَبَرٌ الْجُمْلَةُ الفِعْلِيَّةُ |
ذَهَبَ إِلَى الْجَامِعَةِ |
أَحْمَدُ |
এবার আমরা প্রত্যেক প্রকার খবরের বিস্তারিত দেখব ইনশা আল্লাহ।
কোর্স বিষয়বস্তু