বিধেয় (predicate) বা خَبَرٌ একটা মাত্র শব্দ বিশিষ্ট, একটা শব্দ গুচ্ছ বিশিষ্ট আবার একটা পুর্ন বাক্য নিজেই খবর হতে পারে।  খবর মোট পাঁচ প্রকার,

 

 

খবরের প্রকার

خَبَرٌ

مُبْتَدَأٌ

এক শব্দ বিশিষ্ট খবর   الْخَبَرُ الْمُفْرَدُ  

جَمِيْلٌ

الْقَمَرُ

জার মাজরুর খবর    جَارٌّ وَمَجْرُوْرٌ خَبَرٌ

علَى اَلْمَكْتَبِ

الْكِتَابُ

জারফ খবর   ظَرْفٌ خَبَرٌ   

تَحْتَ الْمَكْتَبِ

الْحَقِيْبَةُ

নামপ্রধান বাক্যের খবর   اَلْجُمْلَةُ الإِسْمِيَّةُ خَبَرٌ

لَهُ طِفْلٌ صَغِيْرٌ

أَحْمَدُ

ক্রিয়া প্রধান বাক্যের খবর   خَبَرٌ الْجُمْلَةُ الفِعْلِيَّةُ

ذَهَبَ إِلَى الْجَامِعَةِ

أَحْمَدُ

 

এবার আমরা প্রত্যেক প্রকার খবরের বিস্তারিত দেখব ইনশা আল্লাহ।

 

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons