১। ال যুক্ত করে যেখানে مُفَضَّلٌ عَلَيْهِ উল্লেখ থাকে না। এগুলো লিঙ্গ ও বচনভেদে পরিবর্তন হয়। লিংগ ও বচন ভেদে এর গঠনগুলো নিম্নরূপঃ
ভঙ্গুর বহুবচন |
সুগঠিত বহুবচন |
দ্বিবচন |
একবচন |
|
أفَاعِلُ |
أَفْعَلُوْنَ |
أَفْعَلَانِ |
أَفْعَلُ |
পুং |
فُعَلٌ |
فُعْلَيَاتٌ |
فُعْلَيَانِ |
فُعْلَى |
স্ত্রী |
নিচে আমরা এর কিছু উদাহরণ দেখি,
আল্লাহ সবচেয়ে মহান |
اللهُ أكْبَرُ |
সবচেয়ে বড় ঘরটি আরামদায়ক |
البَيْتُ الأكْبَرُ مُرِيْحٌ |
সবচেয়ে বড় ঘরটি সুন্দর |
الدَّارُ الكُبْرَى جَمِيْلَةٌ |
সবচেয়ে বড় শহীদ |
الشَّهِيدُ الْأكْبَرُ |
সবচেয়ে মহান দুইজন শহীদ |
الشَّهِيْدَانِ الأَكْبَارَانِ |
সবচেয়ে মহান শহীদগন |
الشُّهَدَاءُ الأَكَابِرُ/الأَكْبَرُوْنَ |
সবচেয়ে বড় বাগানটি |
الْحَدِيْقَةُ الكُبْرَى |
সবচেয়ে বড় বাগানদুটি |
الْحَدِيْقَتَانِ الْكُبْرَيَانِ |
সবচেয়ে বড় বাগানগুলো |
الْحَدِيْقَاتُ الْكُبْرَيَاتُ/الْكُبَرُ |
২। মুদাফ ইলাইহি যোগ করে। এক্ষেত্রে মুদাফ ইলাইহি অনির্দিষ্ট হলেاِسْمُ التَّفْضِيْلِ পুরুষবাচক ও একবচন হবে
আলিয়া সবচেয়ে ভালো ছাত্রী |
عَالِيَةُ أَحْسَنُ طَالِبَةٍ |
বেলাল ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র |
بِلَالٌ أَحْسَنُ طَالِبٍ فِي الْفَصْلِ |
সালমানের বাড়িটি সবচেয়ে বড় |
بَيْتُ سَلْمَانَ أَكْبَرُ بَيْتٍ |
আরবী ভাষা পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা |
الْلُغَةُ الْعَرَبِيَّةُ أَسْهَلُ لُغَةٍ فِي الْعَالَمِ |
এই যুবকেরা সবচেয়ে লম্বা হাজ্জী |
هٰؤُلَاءِ الفِتيَةُ أَطْوَلُ حُجَّاجٍ |
আমার রব আমার কাছে এসেছিল সর্বোত্তম সুরাতে |
أَتَانِي رَبِّي فِي أَحْسَنِ صُورَةٍ |
আর নির্দিষ্ট হলে مُفَضَّلٌ এর লিঙ্গ ও বচন অনুযায়ী হতেও পারে নাও হতে পারে।
মক্কা এবং মদীনা সকল শহরের চেয়ে মর্যাদাপূর্ণ |
الْمَكَّةُ وَالْمَدِيْنَةُ أَفْضَلُ الْمُدُنِ |
মক্কা এবং মদীনা সকল শহরের চেয়ে মর্যাদাপূর্ণ |
الْمَكَّةُ وَالْمَدِيْنَةُ أَفْضَلا الْمُدُنِ |
খাদিজা সকল নারীর চেয়ে মর্যাদাবান |
خَدِيجَةُ أَفْضَلُ النِّسَاءِ |
খাদিজা সকল নারীর চেয়ে মর্যাদাবান |
خَدِيجَةُ فُضْلَى النِّسَاءِ |
কুরআনীয় উদাহরণঃ
আর ফেতনা সৃষ্টি করা নরহত্যা অপেক্ষাও মহাপাপ |
وَالْفِتْنَةُ أَكْبَرُ مِنَ الْقَتْلِ |
আর আমি তার গ্রীবা ধমনী থেকেও অধিক নিকটবর্তী |
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ |
আর আল্লাহর রং এর চাইতে উত্তম রং কার? |
وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ صِبْغَةً |
আর আপনিই সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী |
وَأَنتَ أَحْكَمُ الْحَاكِمِينَ |
তিনিই সর্বাধিক দয়ালু |
وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ |
আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? |
أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ |
তিনি সর্বাধিক দ্রুত হিসাব গ্রহনকারী |
وَهُوَ أَسْرَعُ الْحَاسِبِينَ |
আমার ধন-সম্পদ তোমার চাইতে বেশী |
أَنَا أَكْثَرُ مِنكَ مَالًا |
এছাড়াও خَيْرٌ (ভালো) ও شَرٌّ (খারাপ) এই দুটি শব্দ أَفْعَلُ গঠনের না হলেও তুলনার্থে ব্যবহৃত হয় যেমন,
শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ |
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ |
যায়েদ বকরের চেয়ে খারাপ |
زَيْدٌ شَرٌّ مِنْ بَكْرٍ |
যায়েদ সবচেয়ে মন্দ লোক |
زَيْدٌ شَرٌّ النَّاسِ |
কোর্স বিষয়বস্তু