১। ال  যুক্ত করে যেখানে مُفَضَّلٌ عَلَيْهِ  উল্লেখ থাকে না। এগুলো লিঙ্গ বচনভেদে পরিবর্তন হয়লিংগ ও বচন ভেদে এর গঠনগুলো নিম্নরূপঃ

ভঙ্গুর বহুবচন

সুগঠিত বহুবচন

দ্বিবচন

একবচন

 

أفَاعِلُ

أَفْعَلُوْنَ

أَفْعَلَانِ

أَفْعَلُ

পুং

فُعَلٌ

فُعْلَيَاتٌ

فُعْلَيَانِ

فُعْلَى

স্ত্রী

 

নিচে আমরা এর কিছু উদাহরণ দেখি,

আল্লাহ সবচেয়ে মহান

اللهُ أكْبَرُ

সবচেয়ে বড় ঘরটি আরামদায়ক

البَيْتُ الأكْبَرُ مُرِيْحٌ

সবচেয়ে বড় ঘরটি সুন্দর

الدَّارُ الكُبْرَى جَمِيْلَةٌ

সবচেয়ে বড় শহীদ

الشَّهِيدُ الْأكْبَرُ

সবচেয়ে মহান দুইজন শহীদ

الشَّهِيْدَانِ الأَكْبَارَانِ

সবচেয়ে মহান শহীদগন

الشُّهَدَاءُ الأَكَابِرُ/الأَكْبَرُوْنَ

সবচেয়ে বড় বাগানটি

الْحَدِيْقَةُ الكُبْرَى

সবচেয়ে বড় বাগানদুটি

الْحَدِيْقَتَانِ الْكُبْرَيَانِ

সবচেয়ে বড় বাগানগুলো

الْحَدِيْقَاتُ الْكُبْرَيَاتُ/الْكُبَرُ

 

মুদাফ ইলাইহি যোগ করেএক্ষেত্রে মুদাফ ইলাইহি অনির্দিষ্ট হলেاِسْمُ التَّفْضِيْلِ  পুরুষবাচক ও একবচন হবে

আলিয়া সবচেয়ে ভালো ছাত্রী

عَالِيَةُ أَحْسَنُ طَالِبَةٍ

বেলাল ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র

بِلَالٌ أَحْسَنُ طَالِبٍ فِي الْفَصْلِ

সালমানের বাড়িটি সবচেয়ে বড়

بَيْتُ سَلْمَانَ أَكْبَرُ بَيْتٍ

আরবী ভাষা পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা

الْلُغَةُ الْعَرَبِيَّةُ أَسْهَلُ لُغَةٍ فِي الْعَالَمِ

এই যুবকেরা সবচেয়ে লম্বা হাজ্জী 

هٰؤُلَاءِ الفِتيَةُ أَطْوَلُ حُجَّاجٍ

আমার রব আমার কাছে এসেছিল সর্বোত্তম সুরাতে

أَتَانِي رَبِّي فِي أَحْسَنِ صُورَةٍ

 

আর নির্দিষ্ট হলে مُفَضَّلٌ এর লিঙ্গ বচন অনুযায়ী হতেও পারে নাও হতে পারে।  

মক্কা এবং মদীনা সকল শহরের চেয়ে মর্যাদাপূর্ণ

‏الْمَكَّةُ وَالْمَدِيْنَةُ أَفْضَلُ الْمُدُنِ

মক্কা এবং মদীনা সকল শহরের চেয়ে মর্যাদাপূর্ণ

الْمَكَّةُ وَالْمَدِيْنَةُ أَفْضَلا الْمُدُنِ

খাদিজা সকল নারীর চেয়ে মর্যাদাবান

خَدِيجَةُ أَفْضَلُ النِّسَاءِ

খাদিজা সকল নারীর চেয়ে মর্যাদাবান

خَدِيجَةُ فُضْلَى النِّسَاءِ

 

কুরআনীয় উদাহরণঃ

আর ফেতনা সৃষ্টি করা নরহত্যা অপেক্ষাও মহাপাপ

وَالْفِتْنَةُ أَكْبَرُ مِنَ الْقَتْلِ

আর আমি তার গ্রীবা ধমনী থেকেও অধিক নিকটবর্তী

وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ

আর আল্লাহর রং এর চাইতে উত্তম রং কার?

وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ صِبْغَةً

আর আপনিই সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী

وَأَنتَ أَحْكَمُ الْحَاكِمِينَ

তিনিই সর্বাধিক দয়ালু

وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ

আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন?

أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ

তিনি সর্বাধিক দ্রুত হিসাব গ্রহনকারী

وَهُوَ أَسْرَعُ الْحَاسِبِينَ

আমার ধন-সম্পদ তোমার চাইতে বেশী

أَنَا أَكْثَرُ مِنكَ مَالًا

 

এছাড়াও  خَيْرٌ  (ভালো) ও شَرٌّ  (খারাপ) এই দুটি শব্দ أَفْعَلُ  গঠনের না হলেও তুলনার্থে ব্যবহৃত হয় যেমন,

শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ

لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ

যায়েদ বকরের চেয়ে খারাপ

زَيْدٌ شَرٌّ مِنْ بَكْرٍ

যায়েদ সবচেয়ে মন্দ লোক

زَيْدٌ شَرٌّ النَّاسِ

 

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons