কারণ অর্থে لِأَنَّ এবং যেহেতু/ অতএব/ তবে অর্থে فَإِنَّ এর ব্যবহার লক্ষ্য করি
শার্টটি পরিষ্কার কর যেহেতু সেটা ময়লা। |
اِغْسِلِ القَمِيْصَ فَإِنَّهُ وَسِخٌ |
আমি আজ স্কুলে যাইনি কারণ আমি অসুস্থ |
مَا ذَهَبْتُ إِلَى الْمَدْرَسَةِ الْيَوْمَ لِأنَّنِي مَرِيْضٌ |
আমরা আরবী ভাষা শিখেছিলাম কারণ সেটা কুরআনের ভাষা |
دَرَسْنَا اللُّغَةَ العَرَبِيَّةَ لِأَنَّهَا لُغَةُ القُرْآنِ |
বাড়ি থেকে বের হইনি কারণ আবহাওয়া ঠান্ডা |
مَا خَرَجْتُ مِنَ البَيْتِ لِأَنَّ الْجَوَّ بَارِدٌ |
এবং বোঝাতে থাকুন; কেননা, বোঝানো মুমিনদের উপকারে আসবে |
وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَىٰ تَنفَعُ الْمُؤْمِنِينَ |
অতএব, আমরা তোমাদের আনীত বিষয় অমান্য করলাম |
فَإِنَّا بِمَا أُرْسِلْتُم بِهِ كَافِرُونَ |
যদি তোমরা অস্বীকার কর, তবে আল্লাহ তোমাদের থেকে বেপরওয়া। |
إِن تَكْفُرُوا فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنكُمْ |
আল্লাহ বললেনঃ বের হয়ে যা এখান থেকে। কারণ, তুই অভিশপ্ত |
قَالَ فَاخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌ |
অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে |
فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ |
কোর্স বিষয়বস্তু