কার অর্থে لِأَنَّ এবং যেহেতু/ অতএব/ তবে  অর্থে فَإِنَّ এর ব্যবহার লক্ষ্য করি

শার্টটি পরিষ্কার কর যেহেতু সেটা ময়লা।

اِغْسِلِ القَمِيْصَ فَإِنَّهُ وَسِخٌ

আমি আজ স্কুলে যাইনি কারণ আমি অসুস্থ

مَا ذَهَبْتُ إِلَى الْمَدْرَسَةِ  الْيَوْمَ لِأنَّنِي مَرِيْضٌ

আমরা আরবী ভাষা শিখেছিলাম কার সেটা কুরআনের ভাষা

دَرَسْنَا اللُّغَةَ العَرَبِيَّةَ لِأَنَّهَا لُغَةُ القُرْآنِ

বাড়ি থেকে বের হইনি কার আবহাওয়া ঠান্ডা

مَا خَرَجْتُ مِنَ البَيْتِ لِأَنَّ الْجَوَّ بَارِدٌ

এবং বোঝাতে থাকুন; কেননা, বোঝানো মুমিনদের উপকারে আসবে

وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَىٰ تَنفَعُ الْمُؤْمِنِينَ

অতএব, আমরা তোমাদের আনীত বিষয় অমান্য করলাম

فَإِنَّا بِمَا أُرْسِلْتُم بِهِ كَافِرُونَ

যদি তোমরা অস্বীকার কর, তবে আল্লাহ তোমাদের থেকে বেপরওয়া।

إِن تَكْفُرُوا فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنكُمْ

আল্লাহ বললেনঃ বের হয়ে যা এখান থেকে। কারণ, তুই অভিশপ্ত

قَالَ فَاخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌ

অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে

فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ

 

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons