كِلَا শব্দের অর্থ “উভয়” পুং এবং এর স্ত্রীবাচক كِلْتَا। এরা উভয়েই মুদাফ। সুতরাং এর পরবর্তী মুদাফ ইলাইহী দ্বিবচন মাজরুর হবে। যেমনঃ
উভয় ছাত্র লাইব্রেরিতে। |
كِلَا اْلْطَّالِبَيْنِ فِيْ الْمَكْتَبَةِ |
উভয় গাড়ি বাড়িটির সামনে |
كِلْتَا الْسَّيَّارَتَيْنِ أَمَامَ الْبيْتِ |
كِلَا ও كِلْتَا উভয়কেই একবচন ধরা হয় । তাই এদের খবর একবচন হয়। [দ্বিবচনও অনুমোদিত]
উভয় ছাত্র গিয়েছিল |
كِلَا اْلْطَّالِبَيْنِ ذَهَبَ |
উভয় ঘড়ি সুন্দর |
كِلْتَا السَّاعَتَيْنِ جَمِيْلَةٌ |
كِلَا ও كِلْتَا উভয়ই মানসুব ও মাজরুর অবস্থায় অপরিবর্তনীয় যখন তাদের মুদাফ ইলাইহি কোন اِسْمٌ হয়। আর যদি মুদাফ ইলাইহি ضَمِيْرٌ হয় তাহলে এর বিভক্তি দ্বিবচনের ন্যায়।
বিভক্তি পরিবর্তনীয় যখন মুদাফ ইলাইহি ضَميْرٌ |
বিভক্তি অপরিবর্তনীয় যখন মুদাফ ইলাইহি اِسْمٌ |
|
كِلَانَا مَسْرُوْرٌ |
كِلَا اْلْطَّالِبَيْنِ مَسْرُوْرٌ |
মারফু |
رَأَيْتُ كِلَيْهِمَا |
أَعْرِفُ كِلَا اْلْطَّالِبَيْنِ |
মানসুব |
بَحَثْتُ عَنْ كِلَيْهِمَا |
بَحَثْتُ عَنْ كِلَا اْلْطَّالِبَيْنِ |
মাজরুর |
কুরআনীয় উদাহরণ
তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না |
إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ |
উভয় বাগানই ফলদান করে এবং তা থেকে কিছুই হ্রাস করত না |
كِلْتَا الْجَنَّتَيْنِ آتَتْ أُكُلَهَا وَلَمْ تَظْلِم مِّنْهُ شَيْئًا |
কোর্স বিষয়বস্তু