إِنَّمَا এর ব্যবহার

লুগাতুল কুরআন (তৃতীয় পাঠ)

পাঠের বিষয়বস্তু

টেক্সট

إِنَّمَا (إِنَّ+مَا)  এর অর্থ কেবল/ মূলত/ প্রকৃতপক্ষেএরপর ইসম মারফু মানসুব দুটোই হতে পারে।    

 

আমি কেবল ছবিগুলো দেখছি

إِنَّمَا أَنْظُرُ إِلَى الصُّوَرِ

কাজের ফল কেবল নিয়তের উপর

إِنَّمَا الْاَ عْمَالُ بِالنِّيَّاتِ

মূলত তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত প্রাণী

إِنَّمَا حَرَّ‌مَ عَلَيْكُمُ الْمَيْتَةَ

প্রকৃতপক্ষে মুশরিকরা হল অপবিত্র 

إِنَّمَا الْمُشْرِ‌كُونَ نَجَسٌ

 

কোর্স বিষয়বস্তু