كَ অর্থ “ মত” । এটা একটি حَرْفُ جَرٍّসুতরাং এর পরের ইসমটি মাজরুর।
মুসলিমগণ একটা মাত্র লোকের ন্যায় |
الْمُسْلِمُونَ كَرَجُلٍ وَاحِدٍ |
আমার ঘড়ি তোমার ঘড়ির মত। |
سَاعَتِيْ كَسَاعَتِكَ |
আর এভাবে আমি তোমাদের করেছি ভারসাম্যপূর্ণ জাতি |
وَكَذَٰلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا |
সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় |
يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ |
নিশ্চয়ই আমার উপর মিথ্যারোপ অন্য কারো উপর মিথ্যারোপের মত নয় |
إِنَّ كَذِبًا عَلَىَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ |
كَ সর্বনামের সাথে ব্যবহৃত হয় না। যেমনঃ أَنَا كَهُ হবে না। এই ক্ষেত্রে كَ এর সাথে مِثْلُ যুক্ত হয়। যেমনঃ أَنَا كَمِثْلِهِ আমি তার মত। অনুরূপে, لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ তার মত সাদৃশ্যপূর্ন কেউই নাই ।
কোর্স বিষয়বস্তু