ক) “এবং” অর্থে সংযোগকারী অব্যয় হিসেবে
আমি একটি বই ও একটি কলম চাই |
أُرِيْدُ كِتَابًا وَقَلَمًا |
আমার আব্বা ও আম্মা তাদের রুমে আছেন। |
أَبِي وَ أَمِّي فِي غُرْفَتِهِمَا |
আরবী আল কুরআনের ভাষা এবং সেটা জান্নাতেরও ভাষা। |
الْعَرَبِيَّةُ لُغَةُ الْقُرْآنِ وَ هِيَ لُغَةُ الْجَنَّةِ أَيْضًا |
খ) কসমের জন্য বাক্যের শুরুতে وَ ব্যবহৃত হয়। وَ হল হারফ জার সুতরাং এর পর ইসমটি মাজরুর হবে। জোর দিতে হ্যাঁ বোধক বাক্যে وَ এরপর لَقَد শব্দটি আসে কিন্তু না বোধক বাক্যে তা আসে না।
وَاللهِ مَا رَأيْتُهُ فِي السُّوْقِ |
وَاللهِ لَقَدْ رَأيْتُهُ فِي السُّوْقِ |
আল্লাহর কসম তাকে আমি বাজারে দেখিনি |
আল্লাহর কসম তাকে আমি বাজারে দেখেছিলাম |
وَاللهِ مَا اكَلتُ شَيْئًا |
وَاللهِ لَقَدْ كِدْتُ أَمُوْتُ |
আল্লাহর কসম আমি কিছুই খাইনি |
আল্লাহর কসম আমি প্রায় মরে গিয়েছিলাম |
গ) وَ আল হাল (বিস্তারিত পরে)
আমার বাবা মারা গেছেন যখন আমি ছোট ছিলাম |
مَاتَ اَبِيْ وَاَنَا صَغِيْرٌ |
বালকটি আমার কাছে কান্নারত অবস্থায় আসল |
جَاءَنِي الْوَلَدُ وَهُوَ يَبْكِيْ |
তোমাদের উপর যুদ্ধ ফরয করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় |
كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّكُمْ |
আমি মসজিদে প্রবেশ করলাম যখন ইমাম রুকু করছিল |
دَخَلْتُ الْمَسْجِدَ وَالْاِمَامُ يَرْكَعُ |
ইমাম ফাতিহা শেষ করার পর আমি মাসজিদে প্রবেশ করেছিলাম |
دَخَلْتُ الْمَسْجِدَ وَ قَدْ قَرَأَ الْاِمَامُ الفَاتِحَةَ |
শিক্ষকটি পাঠ ব্যাখ্যা শেষ করার পর আমরা ক্লাস ত্যাগ করেছিলাম |
خَرَجْنَا مِنَ الفَصْلِ وَ قَدْ شَرَحَ الْمُدَرِّسُ الدَّرْسَ |
রোগী মরার পরে ডাক্তার আসল |
جَاءَ الطَّبِيْبُ وَ قَدْ مَاتَ الْمَرِيْضُ |
হে পালনকর্তা! কেমন করে আমার পুত্র সন্তান হবে, আমার যে বার্ধক্য এসে গেছে |
رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ وَقَدْ بَلَغَنِيَ الْكِبَرُ |
লক্ষ্যণীয়ঃ
- و আল হাল এর পর নামপ্রধান বাক্যে ক্রিয়ার বর্তমানকাল ব্যবহৃত হলেও অর্থ অতীতকালের হবে।
- و আল হাল এর পর ক্রিয়াপ্রধান বাক্যের হ্যাঁ-সূচক অতীতকালের পূর্বে قَدْ বসে।
কোর্স বিষয়বস্তু