عَسَى দুটি অর্থে ব্যবহৃত হয়। ক) আশা  এবং  খ) আশঙ্কা।  এর পরে অসমাপিকা ক্রিয়া অর্থাৎ

أَنْ + مُضَارِع مَنْصُوبٌ) ) ব্যবহৃত হয়।

আশা করা যায় আল্লাহ তাদের উপর ক্ষমাপরায়ণ হবেন

عَسَى اللَّهُ أَنْ يَتُوْبَ عَلَيْهِمْ

 

 

 

 

আশা অর্থে

তোমরা যা পছন্দ কর না এমন হতেই পারে যে, তা তোমাদের পক্ষে কল্যাণকর

وَ عَسَى أَنْ تَكْرَهُوْا شَيْئًا وَ هُوَ خَيْرٌ لَكُمْ

আশা করি এই বছর বিবাহ করব

عَسَيْتُ أَنْ أَتَزَوَّجَ هٰذَا الْعَامَ

হয়ত বা আপনার পালনকর্তা আপনাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন।

عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا

এমনও হতে পারে যে, তোমরা যা পছন্দ কর তা তোমাদের জন্য অকল্যাণকর

وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ‌ لَّكُمْ

 

 

আশংকা অর্থে

পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোন একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর।

وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ

 

عَسَى  দুর্বল ক্রিয়া বা পূর্ণ ক্রিয়া উভয় হিসাবেই ব্যবহৃত হয়।

اَلْفِعْلُ التَّامُ  সরল ক্রিয়া বা পূর্ণ ক্রিয়া

 দুর্বল ক্রিয়া  الفِعْلُ النَّاقِصُ

عَسَى اَنْ يَهْدِيَنِ رَبِّي

আশা করছি যে আমার রব আমাকে পথ দেখাবেন।

عَسَى اللَّهُ اَنْ يَتُوْبَ عَلَيْهِمْ

আশা করা যায় আল্লাহ তাদের উপর ক্ষমাপরায়ণ হবেন।

                  

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons