সাধারণত মুক্ত সর্বনামগুলো মারফু অবস্থায় থাকে। কিন্তু নিম্নোক্ত ক্ষেত্রগুলোতে এগুলো মানসুব হয়।

১) যদি ক্রিয়ার পূর্বে মাফুলুন বিহি হিসেবে বসে। যেমনঃ

نَعْبُدُكَ   থেকে إِيَّاكَ نَعْبُدُ  আমরা শুধু তোমারই ইবাদত করি। [আমরা  كَ نَعْبُدُ বলতে পারি না, কার كَ  হচ্ছে সংযুক্ত] অনুরূপভাবে,  وَإِيَّايَ فَرهَبُوْنَ এবং কেবল আমাকেই ভয় কর।

 

) যদি তা একটি সংযোগকারী অব্যয় এবং إِلَّا  এরপরে আসে। যেমন

وَهُ  হবে না

رَأَيْتُكَ وَ إِيَّاهُ

وَ أَنْتَ  হবে না

إِنِّي وَ إِيَّاكَ نَاجِحَانِ

তুমি তাকে ছাড়া কারও ইবাদাত করো না

لَا تَعْبُدُ إِلَّا إِيَّاهُ

কেবল তোমাকে প্রশ্ন করেছিলাম

سَأَلْتُ إِلَّا إِيَّاكَ

 

) যদি তা সংযুক্ত সর্বনামের পরে আসে যা মানসুব হিসাবে আছে। যেমন  أَيْنَ مَجَلَّةُ الْمُدِيْرِ؟ হেডমাস্টারের ম্যাগাজিনটি কোথায়? এই প্রশ্নের উত্তরে বলা যায়,

সেটাতো তোমাকে এবং তাকেই দিয়েছিলাম

أَعْطَيْتُكَ وَ إِيَّاهُ / أَعْطَيْتُكَهُ

সেটাতো তাকে দিয়েছিলাম

أَعْطَيْتُهُ إِيَّاهَا 

 

)  كَانَ এর খবর সর্বনাম হলে তা যুক্ত বা মুক্ত উভয় অবস্থায় আসতে পারে। যেমন,

لاَ،  مَا أُرِيْدُ أَنْ أَكُوْنَهُ / أَكُوْنَ إِيَّاهُ 

أَتُرِيْدُ أَنْ تَكُوْنَ قَاضِيًا؟

না, আমি তা হতে চাই না  

তুমি কি চাও যে তুমি বিচারক হবে?

 

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons