বিবৃতি মূলক বাক্যে ‘অথবা’ অর্থে أَوْ  কিন্তু  প্রশ্নবোধক বাক্যে ‘অথবা/নাকি’ অর্থে أَمْ  ব্যবহৃত হয়যেমনঃ

বেলাল অথবা হামিদ বের হল

خَرَجَ بِلَالٌ أَوْ حَامِدٌ

আমি বেলাল অথবা হামিদকে দেখেছিলাম

رَأَيْتُ بِلَالًا أَوْ حَامِدًا

গাড়িটি বেলালের অথবা হামিদের

السَّيَارَةُ لِبِلَالٍ أَوْ لِحَامِدٍ

তুমি কি ভারত নাকি পাকিস্তান থেকে?

أَ أَنْتَ مِنَ الهِنْدِ أَمْ مِنْ بَاكِسْتَانَ

তুমি কি ইঞ্জিনিয়ার নাকি ডাক্তার?

أَ مُهَنْدِسٌ أَنْتَ أَمْ طَبِيْبٌ؟

 

কুরআনীয় উদাহরণ

সুতরাং তোমাদের মধ্যে যে অসুস্থ থাকে অথবা সফরে থাকে...

فَمَن كَانَ مِنْكُمْ مَّرِ‌يضًا أَوْ عَلَىٰ سَفَرٍ‌

তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে

لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا

কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভূক্ত দাসীদের বেলায়

إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ

তারা আরও বলবেঃ যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম

وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ

নাকি তারা নভোমন্ডল ভূমন্ডল সৃষ্টি করেছে?

أَمْ خَلَقُوا السَّمَاوَاتِ وَالْأَرْضَ

তাদের কাছে কি আপনার পালনকর্তার ভান্ডার রয়েছে, নাকি তারাই সবকিছুর তত্ত্বাবধায়ক?

أَمْ عِندَهُمْ خَزَائِنُ رَبِّكَ أَمْ هُمُ الْمُصَيْطِرُونَ

 

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons