ইসমের মারফু অবস্থা

লুগাতুল কুরআন (তৃতীয় পাঠ)

পাঠের বিষয়বস্তু

টেক্সট
কুইজ

নিম্নোক্ত স্থানগুলোতে একটা ইসম মারফু হয়,

আল্লাহ সবচেয়ে মহান

اَللّٰهُ أَكْبَرُ

মুবতাদা খবর

দরজাটি খোলা ছিল

كَانَ الْبَابُ مَفْتُوْحًا

ইসমু কানা

নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল

اِنَّ اللّٰهَ غَفُوْرٌ

খবর ইন্না

আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন

خَلَقَ اللّٰهُ كُلَّ شَيءٍ

ফায়িল

মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে

خُلِقَ الْإِنْسَانُ مِنْ طِيْنِ

 নায়িবু ফায়িল

 

কুইজে অংশগ্রহণ করুন

এই পাঠের উপর আপনার জ্ঞান পরীক্ষা করুন এবং আপনার অগ্রগতি মূল্যায়ন করুন।

কুইজ শুরু করুন

কোর্স বিষয়বস্তু