آخَرُ অর্থ “অন্য” এর স্ত্রীবাচক হল أُخْرَى । এরা উভয়ই দ্বিত্ব। অর্থাৎ এরা মাজরুর অবস্থায় যেরের বদলে যবর নেবে।
আজ ইব্রাহীম ও অন্য একজন ছাত্র অনুপস্থিত |
غَابَ اليَوْمَ إبْرَاهِيْمُ وَ طَالِبٌ آخَرُ |
আমাদের শিক্ষক ও অন্য একজন শিক্ষককে জিজ্ঞাসা করেছিলাম |
سَأَلْتُ مُدَرِّسَنَا وَ مُدَرِّسًا آخَرَ |
আমি সূরা রহমান ও অন্য একটি সূরা মুখস্ত করেছিলাম |
حَفِظْتُ سُوْرَةَ الرَّحْمَنِ وَ سُوْرَةً أُخْرَى |
آخَرُ ”অন্য”- এর বচন ও লিঙ্গ
বহুবচন |
দ্বিবচন |
একবচন |
|
آخَرُوْنَ |
آخَرَانِ |
آخَرُ |
পুরুষ |
أُخَرُ |
أُخْرَيَانِ |
أُخْرَى |
স্ত্রী |
বেলাল এবং অন্য একজন ছাত্র আজ অনুপস্থিত রয়েছে |
غَابَ الْيَوْمَ بِلَالٌ وَطَالِبٌ آخَرُ |
বেলাল এবং অন্যান্য ছাত্ররা আজ অনুপস্থিত রয়েছে |
غَابَ الْيَوْمَ بِلَالٌ وَطُلَّابٌ آخَرُوْنَ |
জয়নাব এবং অন্য এক ছাত্রী অনুপস্থিত রয়েছে |
غَابَتْ زَيْنَبُ وَطَالِبَةٌ اُخْرَى |
জয়নাব এবং অন্যান্য ছাত্রীরা অনুপস্থিত রয়েছে |
غَابَتْ زَيْنَبُ وَطَالِبَاتٌ أُخَرُ |
কুরআনীয় উদাহরণ
আল্লাহর সাথে অন্য মাবুদ সাব্যস্ত কর না |
لَّا تَجْعَلْ مَعَ اللَّـهِ إِلَـٰهًا آخَرَ |
এবং কোন বোঝা বহনকারী অন্য কারও বোঝা বহন করবে না |
وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ |
পুনরুত্থানের দায়িত্ব তাঁরই |
وَأَنَّ عَلَيْهِ النَّشْأَةَ الْأُخْرَىٰ |
নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল, |
وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَىٰ |
আমি তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম। |
وَلَقَدْ مَنَنَّا عَلَيْكَ مَرَّةً أُخْرَىٰ |
সেগুলোই কিতাবের আসল অংশ। আর অন্যগুলো রূপক। |
هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ |
কোর্স বিষয়বস্তু