বিশেষ্যের গুনকে বলা হয় বিশেষ্যের বিশেষণ। যেমন পিতা থেকে পিতৃসূলভ, মাতা থেকে মাতৃসুলভ ইত্যাদি। সাধারণ নিয়ম হলো শেষে يٌّ নিয়ে এসে তার পূর্বে যের বসানো। তবে এর আরও কিছু নিয়ম আছে। যেমন,

 

১) ৩/৪ অক্ষরের ইসমের শেষে   ى থাকলে তাو   তে পরিণত হয়। যেমন, عِيسَى  > عِيسَوِيٌّ

২) ৫ অক্ষরের ইসমের শেষের   ى বাদ যাবে। যেমন,  مُصْطَفَى  >   مُصْطَفِيٌّ

৩) ইসমের শেষে ي থাকলে অতিরিক্ত ي লাগবে না।  যেমন,   شَافِعِيٌّشَافِعِيٌّ

৪) ইসমের শেষে  ة থাকলে তা বাদ যাবে।  যেমন,  مَكَّةُ   >  مَكِّيٌّ

৫) فَعِيْلَةٌ গঠনের ইসমের শেষে  ي ة থাকলে তা বাদ যাবে।  যেমন,  مَدِيْنَةٌ  >   مَدَنِيٌّ

৬) فَعِيْلٌ গঠনের ইসমের শেষে ي  থাকলে তা প্রথমে و তে পরিনত হবে এবং এর পুর্বে যবর হবে। যেমন, عَلِيٌّ  >   عَلَوِيٌّ

৭) কিছু বিশেষ নিয়মে হয়। যেমন,  نُوْرٌ   >  نُورَانِيٌّ

 

 মানসুবগুলোর আরও কিছু উদাহরণ হলঃ

বিশেষ্যের বিশেষণ

বিশেষ্য

هِنْدِيٌّ

হিন্দুস্থানী

اَلْهِنْدُ

হিন্দ

أَمْرِيْكِيٌّ

আমেরিকান

أَمْرِيْكَا

আমেরিকা

سُوْرِيٌّ

সিরিয়ান

سُوْرِيَا

সিরিয়া

أَخَوِيٌّ

ভাইসলভ

أَخٌ

ভাই

أَبَوِيٌّ

পিতৃসলভ

أَبٌ

পিতা

أُمُومِيٌّ

মাতৃসূলভ

أُمٌّ

মা

نَبَوِيٌّ

নবী সলভ

نَبِيٌ

নবী

رُجُولِيٌّ

পুরুষসূলভ

رَجُلٌ

পুরুষ

نِسْوِيٌّ

নারী সূলভ 

نِسَاءٌ

নারী

طُفُولِيٌّ

শিশুসুলভ

طِفْلٌ

শিশু

رِيفِيٌّ

গ্রামীণ

رِيْفٌ

গ্রাম

 

কুরআনীয় উদাহরণ

(কিতাব) অনারব ভাষায় (আর রসূল) আর আরবী ভাষী?

أَأَعْجَمِيٌّ وَعَرَبِيٌّ

এবং কোরআন পরিষ্কার আরবী ভাষায়

وَهَٰذَا لِسَانٌ عَرَبِيٌّ مُّبِينٌ

 

উদাহরণ

তুমি একজন হিন্দুস্থানী?

هَلْ هِنْدِيٌّ أَنْتَ؟

না আমি একজন তুর্কি

لَا، أَنَا تُركِيٌّ

আমি এটা পড়েছিলাম নবী (স) এর হাদিস শরীফে

قَرَأْتُ هٰذَا فِي الْحَدِيثِ النَّبَوِيِّ الشَّرِيفِ

এই আয়াতটি কি মাক্কী?

هَلْ هٰذِهِ الْآيَةُ مَكِّيَّةٌ؟

না, এই আয়াতটি মাদানী

لَا، هٰذِهِ الْآيَةُ مَدَنِيَّةٌ

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons