• فِعْلُ التَّعَجُّبِ  বা আশ্চর্যবোধক ক্রিয়ার সাধারণ গঠনঃ  مَا أَفْعَلَ
  • أَفْعَلَ হল পুংজাতীয় এমনকি স্ত্রী   اِسْمٌএর জন্য
  • যার সম্পর্কে বলা হচ্ছে সেটা মানসুব হবে।

 

গাড়িটি কী সুন্দর!

مَا أَجْمَلَ السَّيَّارَةَ !

তুমি কত ভালো!

مَا أَطْيَبَكَ!

কত অসঙ্খ্য তারা!

مَا أَكْثَرَ النُّجُومَ!

এই পাঠটি কত সহজ!

مَا أَسْهَلَ هٰذَا الدَّرْسَ!

 

কুরানীয় উদাহরণঃ

মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ!

قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ

অতএব, তারা দোযখের উপর কত ধৈর্য্য ধারণকারী!

فَمَا أَصْبَرَهُمْ عَلَى النَّارِ

 

এছাড়াও أَفْعِلْ بِهِ গঠনও আশ্চর্যবোধক বাক্যে ব্যবহৃত হয়। যেমনঃ

বাড়িটি কত সুন্দর!

أَجْمِلْ بِا لْبَيْتِ!

 

কুরানীয় উদাহরণঃ

তিনি কত চমৎকার দেখেন শোনেন!

أَبْصِرْ بِهِ وَأَسْمِعْ

সেদিন তারা কি চমৎকার শুনবে এবং দেখবে, যেদিন তারা আমার কাছে আগমন করবে

أَسْمِعْ بِهِمْ وَأَبْصِرْ يَوْمَ يَأْتُونَنَا

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons