- فِعْلُ التَّعَجُّبِ বা আশ্চর্যবোধক ক্রিয়ার সাধারণ গঠনঃ مَا أَفْعَلَ
- أَفْعَلَ হল পুংজাতীয় এমনকি স্ত্রী اِسْمٌএর জন্যও।
- যার সম্পর্কে বলা হচ্ছে সেটা মানসুব হবে।
গাড়িটি কী সুন্দর! |
مَا أَجْمَلَ السَّيَّارَةَ ! |
তুমি কত ভালো! |
مَا أَطْيَبَكَ! |
কত অসঙ্খ্য তারা! |
مَا أَكْثَرَ النُّجُومَ! |
এই পাঠটি কত সহজ! |
مَا أَسْهَلَ هٰذَا الدَّرْسَ! |
কুরানীয় উদাহরণঃ
মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ! |
قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ |
অতএব, তারা দোযখের উপর কত ধৈর্য্য ধারণকারী! |
فَمَا أَصْبَرَهُمْ عَلَى النَّارِ |
এছাড়াও أَفْعِلْ بِهِ গঠনও আশ্চর্যবোধক বাক্যে ব্যবহৃত হয়। যেমনঃ
বাড়িটি কত সুন্দর! |
أَجْمِلْ بِا لْبَيْتِ! |
কুরানীয় উদাহরণঃ
তিনি কত চমৎকার দেখেন ও শোনেন! |
أَبْصِرْ بِهِ وَأَسْمِعْ |
সেদিন তারা কি চমৎকার শুনবে এবং দেখবে, যেদিন তারা আমার কাছে আগমন করবে |
أَسْمِعْ بِهِمْ وَأَبْصِرْ يَوْمَ يَأْتُونَنَا |
কোর্স বিষয়বস্তু