পর পর দুটি সাকিন আসলে তাকে উচ্চারণ করা যায় না। সেক্ষেত্রে একটা সাকিন কে বিলুপ্ত করে যথাযথ হারকতের সাহায্য নিয়ে উচ্চারণ করতে হয়। সাধারণ নিয়ম হল প্রথম সাকিনের স্থলে যের দিতে হয়

 

রুপান্তরিত উচ্চারন

দুই সাকিনের মিলন

عَنِ الْمُجْرِمِينَ

عَنْ الْمُجْرِمِينَ

شَرِبَتِ الْبَقَرَةُ الْمَاءَ

شَرِبَتْ الْبَقَرَةُ الْمَاءَ

سَأَلَ بِلاَلُنِ ابْنَهُ

سَأَلَ بِلاَلٌ ابْنَهُ

قُل لِّمَنِ الْأَرْضُ

قُل لِّمَنْ الْأَرْضُ

أَمَّا مَنِ اسْتَغْنَىٰ

أَمَّا مَنْ اسْتَغْنَىٰ

 

তবে কিছু ব্যতিক্রম আছে। যেমন,

) বহুবচনের مْ এর পরে ال  আসলে  مُ হবে। যেমন,

রুপান্তরিত উচ্চারন

দুই সাকিনের মিলন

وَ عَلَيْكُمُ السَّلَامُ

وَ عَلَيْكُمْ الْسَّلَامُ

 

) مْ এর পর সর্বনাম ( যেমন  هُ)  আসলে একটা অতিরিক্ত  و যোগ করতে হয়।

أَرَأَيْتُمُوْهُ؟

أَرَأَيْتُمْ + هُ ؟

 

) مِنْ এর نْ   সর্বদা نَ  হবে।

রুপান্তরিত উচ্চারন

দুই সাকিনের মিলন

مِنَ الْبَيْتِ

مِنْ الْبَيْتِ

 

) اْ   এর আগে যবর, وْ এর আগে পেশ এবং  يْ  এর আগে যের হলে উচ্চারণে اْ  وْ  يْ    বাদ যাবে।

রুপান্তরিত উচ্চারন

দুই সাকিনের মিলন

كِتَابَا الْوَلَدِ

كِتَابَاْ الْوَلَدِ

اُدْخُلُوا الْجَنَّةَ

اُدْخُلُوْا الْجَنَّةَ

فِي الْبَيْتِ

فِيْ الْبَيْتِ

 

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons