আরবীতে কোন কোন শব্দে ا কখনো উচ্চারিত হয় আবার কখনো উচ্চারিত হয় না, এরুপ ا কে هَمْزَةُ الْوَصْلِ বলে। যথা: اللهُ শব্দের ا । আবার কোন কোন শব্দের ا সবসময় উচ্চারিত হয় এরুপ ا কে هَمْزَةُ الْقَطْعِ বলে।
هَمْزَةُ الْوَصْلِ তে হরকত থাকে না আর هَمْزَةُ الْقَطْعِ তে হরকত থাকে। নিম্নে এগুলোর কিছু উদাহরণ দেওয়া হলো।
উচ্চারণ |
هَمْزَةُ الْوَصْلِ |
উচ্চারণ |
هَمْزَةُ الْقَطْعِ |
হুয়াবনুল মুদাররিসি |
هُوَ ابْنُ الْمُدَرِّسِ |
মিন আইনা আন্তা? |
مِنْ أَيْنَ أَنْتَ؟ |
বায়তুল্লাহি |
بَيْتُ اللَّهِ |
ইলাইহিম |
إِلَيْهِمْ |
ছুম্মাযহাব |
ثُمَّ اذْهَبْ |
আসলামা আহমাদু |
أَسْلَمَ أَحْمَدُ |
মাসমুকা? |
مَا اسْمُكَ؟ |
ইন্নাল ইনসানা |
إِنَّ الإِنْسَانَ |
নাসারতুম্রআতান |
نَصَرْتُ امْرَأَةً |
আন আখরুজা |
أَنْ أخْرُجَ |
সুম্মাস্তাকবালা |
ثُمَّ اسْتَقْبَلَ |
বায়তুল আবি |
بَيْتُ الْأَبِ |
ওয়াসনানি |
وَاثْنَانِ |
আল্লাহু আকবারু |
اللهُ أَكْبَرُ |
হুয়াল্লাজি |
هُوَ الَّذِي |
ওয়া আনা |
وَ أنَا |
শব্দের শুরুতে হামজাতুল, ওয়াসলি সর্বদা উচ্চারিত হয়। যেমন اَللهُ أَكْبَرُ (আল্লাহু আকবার)। আবার কখনও কখনও হামজাতুল ওয়াসলিকে লেখার সময়ও বাদ দেওয়া হয় যেমন, بِسْمِ اللهِ এখানে اسْمٌ এর হামজাতুল ওয়াসলি বাদ দেওয়া হয়েছে।
কোর্স বিষয়বস্তু