“এখনো নয়” বা “যখন” এ দুটি অর্থেই لَمَّا ব্যবহৃত হয়। এরপর মুদারি আসলে মাজ্জুম হবে।
ক্রিয়াপ্রধান বাক্যে |
নাম প্রধান বাক্যে |
لَمَّا يَأْكُلِ الْوَلَدُ |
الْوَلَدُ لَمَّا يَأْكُلْ |
এখনো খায়নি ছেলেটা |
ছেলেটা এখনো খায়নি |
لَمَّا এরপরে ক্রিয়াটি উহ্য থাকতে পারে যেমনঃ لَمَّا يَخْرُجُوْا ‘সে এখনও বের হয়নি’ এর বদলে কেবল لَمَّا ‘এখনও নয়’ । “যখন” অর্থে আসলে একে لَمَّا الحِنِيَّةُ বলে। এরপরে ‘তখন’ ব্যবহার করে একটা বাক্য যুক্ত হয়। এবং উক্ত বাক্যের ক্রিয়া অতীত কালের হবে।
যখন আমি আজান শুনলাম তখন মাসজিদের দিকে গেলাম |
لَمَّا سَمِعْتُ الأَذَانَ ذَهَبْتُ اِلَى الْمَسْجِدِ |
যখন রুকাইইয়া মারা গেল তখন সে তার বোনকে বিবাহ করলো |
لَمَّا تُوَفِّيَتْ رُقَيَّةُ تَزَوَّجَ اُخْتَهَا |
আমি যখন মসজিদে গিয়েছিলাম তখন সে আমাকে দেখেছিলো |
لَمَّا ذَهَبْتُ إِلَى الْمَسْجِدِ رَآنِي |
কুরআনীয় উদাহরণ
কখনো নয়, সে এখনও তিনি যা আদেশ করেছেন তা পালন করেনি |
كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ |
নিশ্চয়ই যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম |
إِنَّا لَمَّا طَغَى الْمَاءُ حَمَلْنَاكُمْ فِي الْجَارِيَةِ |
এখনও তোমাদের তাদের মত অবস্থা আসেনি যারা তোমাদের পুর্বে গত হয়েছে |
وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُم |
কোর্স বিষয়বস্তু