এখনো নয়” বা “যখন” এ দুটি অর্থেই لَمَّا ব্যবহৃত হয়।  এরপর মুদারি আসলে মাজ্জুম হবে।

ক্রিয়াপ্রধান বাক্যে

নাম প্রধান বাক্যে

لَمَّا يَأْكُلِ الْوَلَدُ

الْوَلَدُ لَمَّا يَأْكُلْ

এখনো খায়নি ছেলেটা

ছেলেটা এখনো খায়নি

 

لَمَّا  এরপরে ক্রিয়াটি উহ্য থাকতে পারে যেমনঃ   لَمَّا يَخْرُجُوْا ‘সে এখনও বের হয়নি’ এর বদলে কেবল   لَمَّاএখনও নয়’ ।  যখন অর্থে আসলে একে لَمَّا الحِنِيَّةُ  বলে। এরপরে ‘তখন’ ব্যবহার করে একটা বাক্য যুক্ত হয়। এবং উক্ত বাক্যের ক্রিয়া অতীত কালের হবে।

 

যখন আমি আজান শুনলাম তখন মাসজিদের দিকে গেলাম 

لَمَّا سَمِعْتُ الأَذَانَ ذَهَبْتُ اِلَى الْمَسْجِدِ

যখন রুকাইইয়া মারা গেল তখন সে তার বোনকে বিবাহ করলো   

لَمَّا تُوَفِّيَتْ رُقَيَّةُ تَزَوَّجَ اُخْتَهَا

আমি যখন মসজিদে গিয়েছিলাম তখন সে আমাকে দেখেছিলো

لَمَّا ذَهَبْتُ إِلَى الْمَسْجِدِ رَآنِي

 

কুরআনীয় উদাহরণ

কখনো নয়, সে এখনও তিনি যা আদেশ করেছেন তা পালন করেনি

كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ

নিশ্চয়ই যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম

إِنَّا لَمَّا طَغَى الْمَاءُ حَمَلْنَاكُمْ فِي الْجَارِيَةِ

এখনও তোমাদের তাদের মত অবস্থা আসেনি যারা তোমাদের পুর্বে গত হয়েছে  

وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُم

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons