সর্বনামকে কে মাঝে মাঝে কিছু শব্দ দ্বারা সুনির্দিষ্ট করতে হয়। যেমনঃ نَحْنُ الطُلَّابَ । এই ঘটনাকে বলা হয় الإِخْتِصَاصُ। এক্ষেত্রে সর্বনামের পরের ইসমটি মানসুব। কারন তা প্রচ্ছন্নভাবে أَخُصُّ এর মাফউলুন বিহি। [خَصَّ অর্থ সে নির্দিষ্ট করল]
আমরা মুসলিমরা শুকরের গোশ্ত খাই না |
نَحْنُ الْمُسْلِمِيْنَ لَا نَأْكُلُ لَحْمَ الخِنْزِيْرِ |
আমরা ছাত্ররা রাস্তায় খেলি না |
نَحْنُ الطُّلَّابَ لَا نَلْعَبُ فِيْ الشَّارِعِ |
তোমরা জ্ঞানুসান্ধানকারীগন লাইব্রেরীতে যাও |
أَنْتُمْ طُلَّابَ العِلْمِ ذَاهِبُوْنَ إلَى الْمَكْتَبِ |
আমরা এই ছাত্রীরা ভারত থেকে |
نَحْنُ هٰؤُلاءِ الطَّالِبَاتِ مِنَ الْهِنْدِ |
নিশ্চইয় আমরা মুহাম্মাদের (স) বংশধর, আমাদের জন্য দান বৈধ নয় |
إنَّا آلَ مُحَمَّدٍ لَا تَحِلُّ لَنَا الصَّدَقَةُ |
কোর্স বিষয়বস্তু