الإخْتِصَاصُ বা সর্বনামকে নির্দিষ্ট করণ

লুগাতুল কুরআন (তৃতীয় পাঠ)

পাঠের বিষয়বস্তু

টেক্সট
কুইজ

সর্বনামকে কে মাঝে মাঝে কিছু শব্দ দ্বারা সুনির্দিষ্ট করতে হয়। যেমনঃ  نَحْنُ الطُلَّابَ এই ঘটনাকে বলা হয়  الإِخْتِصَاصُ।  এক্ষেত্রে সর্বনামের পরের ইসমটি মানসুব। কারন তা প্রচ্ছন্নভাবে  أَخُصُّ এর মাফউলুন বিহি।  [خَصَّ অর্থ সে নির্দিষ্ট করল]

 

আমরা মুসলিমরা শুকরের গোশ্ত খাই না

نَحْنُ الْمُسْلِمِيْنَ لَا نَأْكُلُ لَحْمَ الخِنْزِيْرِ

আমরা ছাত্ররা রাস্তায় খেলি না

نَحْنُ الطُّلَّابَ لَا نَلْعَبُ فِيْ الشَّارِعِ

তোমরা জ্ঞানুসান্ধানকারীগন লাইব্রেরীতে যাও

أَنْتُمْ طُلَّابَ العِلْمِ ذَاهِبُوْنَ إلَى الْمَكْتَبِ

আমরা এই ছাত্রীরা ভারত থেকে

نَحْنُ هٰؤُلاءِ الطَّالِبَاتِ مِنَ الْهِنْدِ

নিশ্চইয় আমরা মুহাম্মাদের (স) বংশধর, আমাদের জন্য দান বৈধ নয়

إنَّا آلَ مُحَمَّدٍ لَا تَحِلُّ لَنَا الصَّدَقَةُ

 

কুইজে অংশগ্রহণ করুন

এই পাঠের উপর আপনার জ্ঞান পরীক্ষা করুন এবং আপনার অগ্রগতি মূল্যায়ন করুন।

কুইজ শুরু করুন

কোর্স বিষয়বস্তু