حَتَّى শব্দের অর্থ ১। যাতে (so that)। ২।পর্যন্ত (till) ৩। ব্যতিত (except) । এরপর ইসম মাজরুর এবং মুদারি মানসুব হয়।
যাতে (so that)
অপেক্ষা কর যতক্ষণ আমি পোশাক পরি |
اِنْتَظِرْ حَتَّى أَلْبِسَ |
আমি প্রবেশ করলাম (না বলে) যাতে তোমাকে বিচলিত না করি। |
دَخَلْتُ حَتَّى لَا أَشْغَلَكَ |
পর্যন্ত (till)
আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন। |
وَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ |
এটা শান্তি, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। |
سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ |
এবং পালনকর্তার এবাদত করুন, যে পর্যন্ত আপনার কাছে নিশ্চিত কথা না আসে। |
وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ |
এবং কখনোই ইয়াহুদি এবং খ্রীষ্টানেরা আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষন আপনি তাদের পথ গ্রহন না করেন |
وَلَن تَرْضَىٰ عَنكَ الْيَهُودُ وَلَا النَّصَارَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمْ |
তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষন আমি যা নিয়ে এসেছি তাতে তার প্রবৃত্তি অনুগত হয় |
لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يَكُونَ هَوَاهُ تَبَعًا لِمَا جِئْتُ بِهِ |
কেয়ামত ততদিন হবে না যতক্ষন আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে মিলিত হয় এবং যতক্ষন তারা মুর্তি পুজা করে |
لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالْمُشْرِكِينَ وَحَتَّى يَعْبُدُوا الأَوْثَانَ |
ব্যতিত (except)
কস্মিণকালেও কল্যাণ লাভ করতে পারবে না, যদি তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা ব্যয় না কর। |
لَن تَنَالُوا الْبِرَّ حَتَّىٰ تُنفِقُوا مِمَّا تُحِبُّونَ |
কোর্স বিষয়বস্তু