নাম প্রধান বাক্যে না অর্থে مَا ، لَا ، إِن ব্যবহৃত হয়। এগুলো খবরকে মানসুব করে।
না-বাচক বাক্য |
|
বাড়িটি নতুন নয় |
مَا الْبَيْتُ جَدِيْدًا |
আমি শিক্ষক নই |
مَا أَنَا مُدَرِّسًا |
আমার কাছে কোন গাড়ি নাই |
مَا عِنْدِي سَيَّارَةٌ |
লোকটি ভদ্র নয় |
لاَ رَجُلٌ شَرِيْفًا |
কোন ছেলে দায়ী নয় |
لَا وَلَدٌ دَعِيًّا |
আমার কাছে কোন গাড়ি নাই |
لَا عِنْدِي سَيَّارَةٌ |
তবে কয়েকটি ক্ষেত্রে মানসুব হয় না যেমন,
১) এদের পরে إلَّا বাإنْ আসলে খবর মানসুব হবে না।
মুহাম্মাদ (স) রসুল বৈ কিছু নয় |
مَا مُحَمَّدٌ إِلَّا رَسُوْلٌ |
তুমি একজন সতর্ককারী মাত্র |
إنْ أَنْتَ إِلَّا نَذِيْرٌ |
লোকটা একজন ভদ্রলোক ছাড়া কিছু নয় |
لَا رَجُلٌ إِلَّا شَرِيْفٌ |
২) مَا, لا এর পরে খবর মুবতাদার পূর্বে আসলে মানসুব হবে না।
লোকটি ভদ্র নয় |
لَا شَرِيْفٌ رَجُلٌ |
৩) مَا পরে অতিরিক্ত إن আসলে খবর মানসুব হবে না।
জায়েদ মুসাফির নয় |
مَا إِنْ زَيْدٌ مُسَافِرٌ |
৪) لا এর পরে ইসম নির্দিষ্ট হলে খবর মানসুব হবে না। তখন لَا কে পুনরুক্ত করা অপরিহার্য।
লোকটি সম্মানিত নয় এবং না তার ছেলে |
لَا الرَّجُلُ كَرِيْمٌ وَ لَا إِبْنُهُ |
কোর্স বিষয়বস্তু