ক্রিয়ার মাজ্জুম অবস্থা

লুগাতুল কুরআন (তৃতীয় পাঠ)

পাঠের বিষয়বস্তু

ভিডিও
টেক্সট
কুইজ

মুদারিকে মাজ্জুম করে এমন কিছু অব্যয়ের ব্যবহার নিচে দেখানো হলো।

তুমি যেও না

لَا تَذْهَبْ

না

لَا

সে পড়েনি

لَمْ يَدْرُسْ

নয়

لَمْ

এখনও সে পড়েনি

لَمَّا يَدْرُسْ

এখনও নয়

لَمَّا

যদি তুমি যাও আমি যাব

إِنْ تَذْهَبْ أَذْهَبْ

যদি

إِنْ

যে যাবে সে পাবে

مَنْ يَذْهَبْ يَجِدْ

যে কিনা

مَنْ

তোমরা  যা করবে আমি সেটা করব  

مَا تَفْعَلُوا أَفْعَلْهُ

যা কিনা

مَا

যখনই তুমি বের হবে করবে আমি বের হব

مَتَى تَخْرُجْ أَخْرُجْ

যখনই

مَتَى

যেখানেই তুমি থাকবে আমি থাকব

أَيْنَ تَسْكُنْ أَسْكُنْ

যেখানেই

أَيْنَ

যে বই- আমি কিনবো  তা পড়ব

أَيَّ كِتَابٍ  أَشْتَرِ أَقْرَأْهُ

যেটি

أَيُّ

তুমি যাই বল আমরা তোমাকে  সত্যায়ন করব

مَهْمَا تَقُلْ نُصَدِّقْكَ

যাই হোক

مَهْمَا

কুইজে অংশগ্রহণ করুন

এই পাঠের উপর আপনার জ্ঞান পরীক্ষা করুন এবং আপনার অগ্রগতি মূল্যায়ন করুন।

কুইজ শুরু করুন

কোর্স বিষয়বস্তু