كُلُّ এর অর্থ ‘প্রত্যেক’ অথবা ‘সব’। যখন তা অনির্দিষ্ট ইসমের আগে আসে তখন সাধারণত ‘প্রত্যেক’ বোঝায় আর যখন নির্দিষ্ট ইসমের আগে আসে তখন ‘সব’ অর্থে আসে। এটা অধিকাংশ সময়ই মুদাফ এবং এর বিভক্তি যাকে জোর দেওয়া হয় তার মত।
নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাবান |
إِنَّ اللَّـهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ |
প্রত্যেক রাতে আল্লাহ পৃথিবীর নিকটতম আকাশে অবতীর্ন হন |
يَنْزِلُ اللَّهُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا كُلَّ لَيْلَةٍ |
প্রত্যেক প্রানীকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে |
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ |
প্রত্যেক (প্রানীর) ছবি অঙ্কনকারী জাহান্নামে |
كُلُّ مُصَوِّرٍ فِي النَّارِ |
এবং আল্লাহ কোন সীমালঙ্ঘনকারী কাফেরকে ভালোবাসেন না |
وَاللَّـهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ |
তাদের সকলেই তার প্রতি অনুগত |
كُلٌّ لَّهُ قَانِتُونَ |
প্রত্যেক দলই তাদের কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট |
كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ |
এই ক্লাসের সকল ছাত্রীরাই ভারত থেকে |
كُلُّ الطَّالِبَاتِ فِي هٰذَا الصَّفِّ مِنَ الْهِنْدِ |
লক্ষ্যণীয়ঃ
প্রত্যেক পাতা |
كُلُّ صَفْحَةٍ |
সব পাতা |
كُلُّ الصَّفْحَةِ |
পাতাগুলোর সব |
كُلُّ الصَّفْحَاتِ |
কোর্স বিষয়বস্তু