أَيُّ শব্দের অর্থ “কোন”। এটা مُضَافٌ এবং এর পরবর্তী শব্দ হবে অনির্দিষ্ট ও মাজরুর।
أَيُّ طَالِبٍ خَرَجَ؟ কোন ছাত্রটি বের হয়েছিলো? |
مَرْفُوْعٌ |
أَيَّ كِتَابٍ قَرَأْتَ؟ কোন বইটি তুমি পড়েছিলে? |
مَنْصُوْبٌ |
بِأَيِّ قَلَمٍ كَتَبْتَ؟ কোন কলম দিয়ে তুমি লিখেছিলে? |
مَجْرُوْرٌ |
কোর্স বিষয়বস্তু