কোন কিছু ব্যতীত বোঝাতে , إِلاَّ , غَيْرَ سِوَى  ইত্যাদি ব্যবহৃত হয়। এদেরকে اَدَاةُ الْإِسْتِثْنَاءِ  বলে। যেমন  خَالِدًا نَجَحَ الطُّلاَّبُ إِلاَّ খালিদ ব্যতীত সকল ছাত্র পাস করেছিল। যাকে বাদ দেওয়া হয় তাকে বলে اَلْمُسْتَثْنَى আর যা থেকে বাদ দেওয়া হয়েছে তাকে বলা হয় اَلْمُسْتَثْنَى مِنْهُ

 

اَلْمُسْتَثْنَى

 

    اَلْمُسْتَثْنَى مِنْهُ

 

خَالِدًا 

إِلاَّ

 الطُّلاَّبُ

نَجَحَ

 

اَدَاةُ الْإِسْتِثْنَاءِ

 

 

 

اَلْمُسْتَثْنَى مِنْهُ নাও থাকতে পারে যেমন, مَا نَجَحَ إِلاَّ خَالِدٌ  খালিদ ব্যতীত কেউ পাস করেনি। اَلْإِسْتِثْنَاءُ কয়েকভাবে হতে পারে,

 

১)  مُفَرَّغٌ মুফাররাগঃ اَلْمُسْتَثْنَى مِنْهُ    নাই।  এক্ষেত্রে মুস্তাছনার ইরাব বাক্যের গঠনানুযায়ী। 

২)  تَامٌّ তাম্মুঃ   اَلْمُسْتَثْنَى اَلْمُسْتَثْنَى مِنْهُ উভয় আছে। এক্ষেত্রে মুস্তাসনা সাধারণত মানসুব। তাছাড়া প্রশ্ন, না বোধক, আদেশ, নিষেধের ক্ষেত্রে বাক্যের ইরাব অনুযায়ী হতে পারে।

   

সকল ছাত্ররাই পাশ করেছে খলিদ ছাড়া

نَجَحَ الطُّلاَّبُ كُلُّهُمْ إِلاَّ خَالِدً

জানালাগুলো খুলো শেষেরটি বাদে

اِفْتَحِ النَّوَافِذَ إِلاَّ الْاَخِىرَةَ

আল্লাহ সকল গুনাহ মাফ করবেন শিরক ছাড়া

يَغْفِرُ اللّٰهُ الذُّنُوْبَ كُلَّهَا إِلاَّ الشِّرْكَ

অতঃপর সবাই পান করল সে পানি, সামান্য কয়েকজন ছাড়া।

فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ

ইব্রাহীম ছাড়া কেউ অনুপস্থিত থাকেনি

مَا غَابَ الطُّلاَّبُ إِلاَّ إِبْرَاهِيْمَ/ إِبْرَاهِيْمُ

নতুনটি বাদে কেউ যেন বের না হয়

لاَ يَخْرُجْ أَحَدٌ إِلاَّ الْجُدُدَ / الْجُدُدُ

অলস ছাড়া কেউ কি ফেল করেছে?

هَلْ يَرْسُبُ أَحَدٌ إِلاَّ الْكَسْلاَنَ؟ / الْكَسْلاَنُ

আর মুহাম্মদ একজন রসূল বৈ তো নয়!

وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ

অতিথিরা পৌঁছেছিলো তাদের লাগেজ ছাড়া

وَصَلَ الضُّيُوْفُ إِلاَّ أَمْتِعَتَهُمْ

প্রত্যেক রোগের ঔষধ আছে মৃত্যু ছাড়া

لِكُلِّ دَاءٍ دَوَاءٌ إِلاَّ الْمَوْتَ

অতিথিরা কি পৌঁছেছিলো তাদের লাগেজ ছাড়া?

 هَلْ وَصَلَ الضُّيُوْفُ إِلاَّ اَمْتِعَتَهُمْ

কেউ তার মাল ছাড়া আসেনি

مَا جَاءَ اَحَدٌ إِلاَّ مَالَهُ

হামিদ ছাড়া কেউ আসেনি

مَا جَاءَ إِلاَّ حَامِدٌ

হামিদকে ছাড়া আমি কাউকে দেখিনি

مَا رَأَيْتُ إِلاَّ حَامِدًا

বেলাল ছাড়া কি কেউ ফেল করেছে

هَلْ رَسَبَ إِلاَّ بِلاَلٌ؟

আমি বেলাল ছাড়া আর কাউকে খুঁজিনি 

مَابَحَثْتُ إِلاَّ عَنْ خَالِدٍ

 

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons