لَ কখনো শব্দের পূর্বে বসে জোর দেয়ার জন্য ব্যবহৃত হয়।
অবশ্যই আমরা ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হতাম। |
لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ |
অবশ্যই আল্লাহর স্মরণই সর্বোত্তম। |
لَذِكْرُ اللَّهِ أَكْبَرُ |
নিশ্চয়ই তোমার রব ক্ষমাশীল |
لَرَبُّكَ غَفُوْرٌ |
তবে একই বাক্যে إِنَّ ও لَ আসলে لَ খবরের পেছনে চলে যায়,
অবশ্যই আল্লাহর স্মরণই সর্বোত্তম। |
إِنَّ ذِكْرَ اللّٰهِ لَأَكْبَرُ |
নিশ্চয়ই তোমার রব ক্ষমাশীল |
إِنَّ رَبَّكَ لَغَفُوْرٌ |
নিশ্চয়ই তোমাদের ইলাহ একজনই |
إِنَّ اِلٰهَكُمْ لَوَاحِدٌ |
পরকালের গৃহই প্রকৃত জীবন |
وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ |
এবং নিশ্চয়ই আল্লাহ নেককারদের সাথে আছেন |
وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ |
কোর্স বিষয়বস্তু