اِسْمُ التَّفْضِيْلِ এরপর مِنْ অব্যয় ব্যবহৃত হয় এবং এগুলো লিঙ্গ ও বচনভেদে পরিবর্তন হয় না।
বেলাল হামিদের থেকে ভালো |
بِلَالٌ أَحْسَنُ مِنْ حَامِدٍ |
বেলাল হামিদের থেকে ভালো ছাত্র |
بِلَالٌ أَحْسَنُ طَالِبٍ مِنْ حَامِدٍ |
আয়িশা আমিনার চেয়ে ভালো ছাত্রী |
عَائِشَةُ أَحْسَنُ طَالِبَةٍ مِنْ آمِنَةَ |
তারা তোমাদের থেকে ভালো ছাত্র |
هُمْ أَفْضَلُ طُلَّابٍ مِنْكُمْ |
বিশেষঃ তিনের অধিক অক্ষর বিশিষ্ট ক্রিয়া থেকে উদ্ভুত “মাসদার” কিংবা أفْعَلُ/فَعْلَاءُ প্যাটার্ণের শব্দ হলে সেগুলোর মাসদারের পূর্বে أَكْثَرُ / أَشَدُّ / أَعْظَمُ ইত্যাদি যোগ করতে হয়। তখন এর পরবর্তী ইসমটি মানসুব হয়। যেমন,
أَشَدُّ إِيْمَانًا |
إِيْمَانٌ |
অধিক বিশ্বাস |
বিশ্বাস |
أَكْثَرُ بَيَاضًا |
أَبْيَضُ/بَيْضَاءُ |
অধিক সাদা |
সাদা |
কোর্স বিষয়বস্তু