ইসমের শেষ বর্ণ ي এর পূর্বে যের থাকলে তা বিলুপ্ত হয়। এধরনের ইসমকে মানকুস বলে। যেমনঃ قَاضٍ < قَاضِيٌ   বিচারক। একইভাবে  مَعَانٍ < مَعَانِيٌّ  অর্থ।  যখন মানকুছ নির্দিষ্ট , মানসুব অথবা মুদাফ হয় তখন   ي ফিরে আসে।  

 

বিচারক উকিলকে অপরাধী সম্পর্কে জিজ্ঞাসা করল

سَاَلَ الْقَاضِيْ الْمُحَامِيَ عَنِ الْجَانِيْ

নির্দিষ্ট

আমি একজন বিচারককে জিজ্ঞাসা করেছিলাম

سَأَلْتُ قَاضِيًا

মানসুব

মক্কার বিচারক এসেছিলো

جَاءَ قَاضِيْ مَكَّةَ

মুদাফ

 

কিছু শব্দের বিভক্তি মানকুসের বিভক্তির ন্যায়

নির্দিষ্ট

বহুবচন

একবচন

 

اَلْمَعَانِي

مَعَانٍ

مَعْنَى

অর্থ

اَلْجَوَارِي

جَوَارٍ

جَارِيَةٌ

মেয়ে

اَللَّيَالِي

لَيَالٍ

لَيْلَةٌ

রাত

اَلنَّوَادِي

نَادٍ

نَوَادٍ

ক্লাব

 

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons