দুটি বা অধিক বিষয় সম্পর্কে বলতে أَمَّا ব্যবহৃত হয়أَمَّا এর পরবর্তী  خَبَرٌএর সাথে فَ যুক্ত হয়।

আমার বোন আমার সাথে বাস করে, আমার ভাইয়ের ব্যাপার হল সে আমার আব্বার সাথে বাস করে।

أُخْتِيْ تَسْكُنُ مَعِيْ أَمَّا أَخِيْ فَيَسْكُنُ مَعَ أَبِيْ

যারা মুমিন তারা জানে যে, তদের রবের পক্ষ থেকে আসা সেটা সত্য

فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِن رَّبِّهِمْ

আর যারা কাফের তারা বলে, এরূপ উপমা দ্বারা আল্লাহ কি বোঝাতে চান?

وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَٰذَا مَثَلًا

আর প্রাচীরের ব্যাপার-সেটি ছিল নগরের দুজন পিতৃহীন বালকের।

وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ

 

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons