إِذَنْ   শব্দের অর্থ সে কারণেএটা মুদারির পূর্বে বসে তাকে মানসুব করে। একটা বিবৃতির জবাব হয়।   

জবাব

বিবৃতি

إِذَنْ نَسْتِقْبِلَهُ فِي الْمَطَارِ

يَرْجِعُ الْمُدِيْرُ اليَوْمَ مِنَ الخَارِجِ

সে কারনে আমরা তাকে বিমান বন্দরে স্বাগত জানাব

প্রধান শিক্ষক আজ বাহির থেকে ফিরবেন

 

إِذَنْ   ক্রিয়াকে মানসুব করে নিচের তিনটি ক্ষেত্রেঃ

  • إِذَنْ   অবশ্যই বাক্যের শুরুতে আসবে।  যেমন  نَحْنُ إِذَنْ نَسْتِقْبِلُهُতে ক্রিয়া মানসুব হয়নি যেহেতু তা শুরুতে আসেনি।
  • ক্রিয়াপদ ঠিক তার পরপরই আসতে হবে। অবশ্য না বোধক لَا  এবং و আল কসম দুয়ের মধ্যে আসতে পারে। যেমন  إِذَنْ وَاللهِ نَسْتِقْبِلَهُ فِي الْمَطَارِ
  • ক্রিয়াটি ভবিষ্যৎ কালের অর্থ প্রকাশ করবে।

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons