যদি    যখন   অর্থ প্রকাশার্থে  إِذَا এর ব্যবহার ব্যাপক তবে  إِذَا আশ্চর্যবোধকের জন্য বা আকস্মিক এর জন্যও ব্যবহৃত হয়। একে  إِذَا الفُجَائيَّةُ  বলে। এক্ষেত্রে  إِذَا  এর পূর্বে فَ  আসে এবং إِذَا বাক্যের শুরুতে আসে না।

আমি বের হলাম আর কি আশ্চর্য, দরজায় একজন পুলিশ!

خَرَجْتُ فَإِذَا شُرْطِيٌّ بِالْبَابِ

সুতরাং সে তার লাঠিটি ছুড়লো আর কি আশ্চর্য তা একটি দৃশ্যমান সাপ!

فَاَلْقَى عَصَاهُ فَإِذَا هِيَ ثُعْبَانٌ مُبِيْنٌ

রুমে ঢুকলাম কি আশ্চর্য খাটের উপর একটা সাপ

دَخَلْتُ الغُرفَةَ فَإِذَا حَيَّةٌ عَلَى السَّرِيْرِ

 

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons