‘যদি’ ও ‘যখন ’ অর্থ প্রকাশার্থে إِذَا এর ব্যবহার ব্যাপক। তবে إِذَا আশ্চর্যবোধকের জন্য বা আকস্মিক এর জন্যও ব্যবহৃত হয়। একে إِذَا الفُجَائيَّةُ বলে। এক্ষেত্রে إِذَا এর পূর্বে فَ আসে এবং إِذَا বাক্যের শুরুতে আসে না।
আমি বের হলাম আর কি আশ্চর্য, দরজায় একজন পুলিশ! |
خَرَجْتُ فَإِذَا شُرْطِيٌّ بِالْبَابِ |
সুতরাং সে তার লাঠিটি ছুড়লো আর কি আশ্চর্য তা একটি দৃশ্যমান সাপ! |
فَاَلْقَى عَصَاهُ فَإِذَا هِيَ ثُعْبَانٌ مُبِيْنٌ |
রুমে ঢুকলাম কি আশ্চর্য খাটের উপর একটা সাপ |
دَخَلْتُ الغُرفَةَ فَإِذَا حَيَّةٌ عَلَى السَّرِيْرِ |
কোর্স বিষয়বস্তু